Ankush Oindrila Marriage: কেন এখনও বিয়ে করতে পারছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন টলি জুটি

Ankush Hazra Oindrila Sen Marriage: সদ্য মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। বেশ কিছুদিন ধরে জমিয়ে চলেছে প্রচার। জেলায় জেলায় গিয়ে প্রচার সেরেছেন জুটি। কেন বিয়েতে বিলম্ব? শেষমেশ মুখ খুললেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। 

Advertisement
কেন এখনও বিয়ে করছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন জুটি   অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের কবে হবে, এই নিয়ে নেটিজেন থেকে শুরু করে অনুগামীরা বারবার প্রশ্ন করেন টলি জুটিকে। বারবার গুজব ছড়ালেও, বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে জুটির একসঙ্গে নানা মুহূর্তের ছবি, ভিডিও। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। বেশ কিছুদিন ধরে জমিয়ে চলেছে প্রচার। জেলায় জেলায় গিয়ে প্রচার সেরেছেন জুটি। কেন বিয়েতে বিলম্ব? শেষমেশ মুখ খুললেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন টলি জুটি। অঙ্কুশ বলেন, "বিয়ের পর যে আরও একটা জীবন হয়, বাচ্চা, এটা-ওটা, সেটা আমাদের জীবনের প্রায়োরিটি না। এজন্যে পরিবারের তরফ থেকেও চাপ নেই। আমরা পুরোটাই নিজেদের মতো করে জীবনটাকে এনজয় করছি। কাজের মধ্যে দিয়েও এনজয় করছি।"

আরও পড়ুন: মধ্যবয়সী দম্পতির ভিন্ন স্বাদের গল্প! এবার মেগায় স্বামী, স্ত্রী দেবশঙ্কর ও সোহিনী

অঙ্কুশ যোগ করেন, "আমি অনেক জ্ঞানী লোককে বলতে শুনেছি, যদি মনের টান ঠিকঠাক রাখতে চাও তো বিয়ে করো না। যাদের ২৫- ৩০ বছর পরেও বিচ্ছেদ হয়েছে, তারাও বলেছে। আমার মনে হয়, অনেকের ক্ষেত্রে বাচ্চা, পরবর্তী প্রজন্ম বাড়ানো এগুলোই মূল প্রাধান্য হয়ে যায়। সেজন্যে বয়স পেরিয়ে যাচ্ছে ভেবে বিয়ে করতে হবেই, এরকম একটা ব্যাপার কাজ করে। আমাদের প্রায়োরিটি হল, একে অপরের সঙ্গে থাকা, নিজেদের মজা।" এরপর মজা করে অভিনেতা বলেন, "আসলে কী হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে টলমল করছে, সেখানে থেকে আমরাও টলমল করছি। তাই সেটল হয়ে গেলাম, এটা কবে বলব বুঝতে পারছি না। কারণ সব সময়ই যুদ্ধ চলছে।" 

আরও পড়ুন: কত টাকার মালিক দেব? অভিনেতা, সাংসদের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

এরপর ঐন্দ্রিলা বলেন, "আমি দর্শকদের উপর ছাড়ছি, আমাদের 'নারী চরিত্র বেজায় জটিল' যদি ব্লকবাস্টার হয়, আমাদের ঘরে যদি টাকা ঢোকে, আমরা বিয়ে করব। ছবি না দেখলে দায়ী দর্শক। তখন একদম প্রশ্ন করবেন না কেন এরা বিয়ে করছে না। বিয়ের আগে কেন একসাথে থাকছে। এই তো ফুর্তি চলছে। এসব নিয়ে একদম কথা বলবেন না। আগে টাকা দেবেন, আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব।" 

Advertisement

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে মাধ্যমিক! ১৪ ঘণ্টা শ্যুট করে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন লাজো, কুসুমরা?

প্রসঙ্গত, এবছর ১৪ ফেব্রুয়ারি প্রেমের প্রায় ১৬ বছর পূর্ণ হবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি জুটি। যে কোনও পার্টি কিংবা উৎসব, দু'জনকে এক্সঙ্গেই দেখা যায় তাঁদের। সময়টা বেশ ভালই যাচ্ছে এই জনপ্রিয় জুটির। তাঁদের মুক্তিপ্রাপ্ত নতুন ছবি বেশ পছন্দ করছে দর্শক। এবার দেখার বক্স অফিসে কতটা আয় করে 'নারী চরিত্র বেজায় জটিল'। 

 

POST A COMMENT
Advertisement