Anusandhan: রহস্যে ঘেরা ট্রেলার! কমলেশ্বরের 'অনুসন্ধান' প্রত্যাশা বাড়ল দর্শকদের

Anusandhan: আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত থ্রিলারধর্মী ছবি 'অনুসন্ধান। এসকে মুভিস প্রযোজিত এই ছবিতে রয়েছেন টলিউডের প্রথম সারির একঝাঁক অভিনেতারা।

Advertisement
রহস্যে ঘেরা ট্রেলার! কমলেশ্বরের 'অনুসন্ধান' প্রত্যাশা বাড়ল দর্শকদের৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি 'অনুসন্ধান'
হাইলাইটস
  • আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে 'অনুসন্ধান।
  • থ্রিলারধর্মী এই ছবির পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
  • রয়েছেন টলিউডের প্রথম সারির একঝাঁক অভিনেতা।

করোনা অতিমারীর জন্য বিনোদন জগতে বিপুল প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ঝুঁকি নিয়ে ফ্লোরে ফিরেছে টলিপাড়া। বর্তমানে করোনা ভীতি একেবারে না কাটলেও ধীরে ধীরে হলমুখী হচ্ছেন দর্শকরা। একে একে মুক্তি পাচ্ছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে থাকা ছবিগুলি।  

আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) পরিচালিত থ্রিলারধর্মী (Thriller) ছবি 'অনুসন্ধান' (Anusandhan)। এসকে মুভিস (Eskay Movies) প্রযোজিত এই ছবিতে রয়েছেন টলিউডের প্রথম সারির একঝাঁক অভিনেতা। অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ঋদ্ধি সেন (Riddhi Sen), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly), পায়েল সরকার (Paayel Sarkar), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) সহ আরও অনেকে। 

 

Anusandhan bengali movie

আরও পড়ুন: পরিবারের সম্মতিতে প্রস্তুতি শুরু সোহম -সুস্মিতার 'পাকা দেখা'-র! সাত পাকে বাঁধা পড়বেন দু'জনে?

কাজের জরুরি ডাকে পুজোর মধ্যেই বামিংহোমের উদ্দেশ্যে রওনা দেন শাশ্বত। লন্ডনের রাস্তায় হঠাৎ এক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। বিপদে পড়ে তিনি ঢুকে পড়েন এক বাংলোতে, যেখানে সকলে উকিল। বাড়িতেই কোর্ট রুম বানিয়ে সেখানে অপরাধ নিয়ে চলে 'খেলা'। পরিবারের সকলের জেরায়, হালকা মেজাজে মদ্যপান করতে করতেই তাঁর মনে জাগে নানা প্রশ্ন।

 

 

শাশ্বতকে বারবার 'অপরাধী' প্রমাণ করার চেষ্টা করে সেখানে উপস্থিত সকলে। তিনি নিজেকে 'নির্দোষ' বলে জানায় বারবার।এদিকে চলতে থাকে জেরার পালা, আসতে থাকে একের পর এক প্রশ্নবাণ...সবশেষে দেখা যায় সেই বাংলোর সিঁড়িতে ঝুলছে তাঁর দেহ। তাহলে কি লন্ডনে কোনও ফাঁদে পড়েছিলেন ইন্দ্র ওরফে শাশ্বত? নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনও অন্য রহস্য? এই সব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পাবেন সকলে। 

 

Anusandhan bengali movie

আরও পড়ুন: এবার বড় পর্দায় 'একেন বাবু'! শৈল শহরে রহস্যভেদ করবেন বাঙালি গোয়েন্দা অনির্বাণ

Advertisement

'অনুসন্ধান' -র সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন টুবান এবং সম্পাদনা করেছেন রবিরঞ্জন মৈত্র। ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য। তাই বলাই বাহুল্য এই ছবির থেকে দর্শকদের প্রত্যাশা অন্য মাত্রায় রয়েছে। 

 

     

POST A COMMENT
Advertisement