scorecardresearch
 

Ballavpurer Roopkotha Song: গানে- আড্ডায় পালন অনির্বাণের জন্মদিন! প্রকাশ্যে 'বল্লভপুরের রূপকথা'-র প্রথম গান

Shaajo Shaajao Song: অভিনেতা- পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিনে মুক্তি পেল তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’-র প্রথম গান। 'সাজো সাজাও'-এই গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী।

Advertisement
অনির্বাণ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়

৭ অক্টোবর জন্মদিন ছিল অভিনেতা- পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) জন্মদিন। এই বিশেষ দিনেই মুক্তি পেল তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’ (Ballavpurer Roopkotha) -র প্রথম গান। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay) ও নবাগত সত্যম ভট্টাচার্যকে (Satyam Bhattacharya)। দুর্গাপুজোর সমাপ্তি হয়েছে, ভারাক্রান্ত মনেই সকলে উমাকে বিদায় জানিয়েছেন। বিষাদের মাঝেই, ছবির টিমকে নিয়ে আয়োজন হল বিজয়া বৈঠকের। সে সঙ্গে ছবির প্রথম গানও এদিন এলো প্রকাশ্যে।      

'সাজো সাজাও' (Shaajo Shaajao)-এই গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। গানের কথা লিখেছেন অনির্বাণ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন দেবরাজ ভট্টাচার্য এবং সঙ্গীত আয়োজন শুভদীপ গুহর। গানে দৃশ্যে রয়েছে রিল ও রিয়েল লাইফের মিশেল। অনির্বাণের কথায়, "গানটি দারুণ ভাবে গেয়েছে সাহানা বাজপেয়ী। দেবরাজ ও শুভদীপ সঙ্গীত আয়োজন করেছে এবং সুর দিয়েছে। ওরা জানে কোন তাল যোগ করলে সুর আরও উন্নত হবে। গানের কথা হল অনুভূতি এবং আবেগের সংমিশ্রণ। এটি তরুণদের, ছবির বিভিন্ন স্তরের বিভিন্ন দিকগুলিতে বিশ্বাস করতে উৎসাহিত করে। এটা একটি সম্পূর্ণ টিম ওয়ার্ক। এসভিএফ এখন আমার পরিবার হয়ে গেছে। বিশেষ ধন্যবাদ তাদের।"

আরও পড়ুন:  দু'বছর পর লক্ষ্মীপুজোয় সেই চেনা আড়ম্বর অপরাজিতার বাড়িতে, কী কী স্পেশাল এবার?

সুরঙ্গনা ও সত্যম জানালেন, “অনির্বাণ দা'র  পরিচালিত প্রথম  ছবিতে কাজ করা বড় ব্যাপার! আমরা অত্যন্ত আনন্দিত যে, তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং এরকম একটা স্মরণীয় যাত্রার অংশ হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছেন।”

 

বহুমুখী অভিনেতা হিসাবে সকলের মন জয় করার পর ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসাবে ফুল মার্কস পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ওয়েব সিরিজের পর, এবার বড় পর্দার পালা। এসফিএফ (SVF)-এর ব্যানারে আসছে তাঁর ডেবিউ ফিচার ফিল্ম 'বল্লভপুরের রূপকথা'। হরর কমেডি জঁনারের (Horror Comedy Genre) এই ছবিটি বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে তৈরি হবে। ছবির গল্প লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর ঘনিষ্ঠ পেশাদার সহযোগী- প্রতীক দত্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার। 

আরও পড়ুন:  গ্রিসে একান্তে ছুটি কাটাচ্ছেন দেব- রুক্মিণী! দেখুন লাভ বার্ডসের ছবি

বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরকে কেন্দ্র করেই এই ছবির গল্প। বল্লভপুরের প্রায় ভেঙ্গে পড়া রাজবাড়িতে বাস কেবল দু'জনের। রায় রাজবংশের শেষ বংশধর - ভূপতি রায় এবং তাঁর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত মনোহর। যদিও ‘রাজবংশ’প্রায় নেই বললেই চলে, কারণ এই ধ্বংসাবশেষ ছাড়া কোনও ধন- সম্পদের কোন চিহ্ন মাত্র নেই। ফলস্বরূপ বাড়ির দুই সদ্যসই ভারী ঋণের বোঝায় জড়জড়িত। হঠাৎই একদিন সম্পত্তি বিক্রি করার প্রস্তাব পাওয়ায়, পরিস্থিতির কিছুটা উন্নতির আশা খুঁজে পায় তাঁরা। ভূপতি রায়, মনোহর, ক্রেতা এবং এক ভূতের নানা কার্যকলাপে সেই রাতে বল্লভপুর রাজবাড়িতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আর এভাবেই নানা মজার ও ভুতুড়ে ঘটনায় এগোতে থাকে ছবির গল্প... 
 

 

Advertisement