scorecardresearch
 

নজরুলের গান 'জাগো নারী' এবার নতুন অঙ্গিকে,নেপথ্যে শুস্মিতা- অর্ণব

জনপ্রিয় নজরুল গীতি (Nazrul Geeti) 'জাগো নারী জাগো বহ্নিশিখা' (Jaago Nari Jaago Banhisikha) গানটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিয়ে আসলেন বাংলাদেশী সঙ্গীতশিল্পী শুস্মিতা আনিস Sushmita Anis) ও অর্ণব সায়ন চৌধুরী (Arnob Sayan Chowdhury)। নারীদের অবিচার ও সহিংসতার প্রতিবাদ করে মূলত এই গান। 

Advertisement
 'জাগো নারী' এবারে নতুন অঙ্গিকে,নেপথ্যে শুস্মিতা- অর্ণব (ছবি সৌজন্য: ফেসবুক) 'জাগো নারী' এবারে নতুন অঙ্গিকে,নেপথ্যে শুস্মিতা- অর্ণব (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • নতুন অঙ্গিকে জনপ্রিয় নজরুল গীতি জাগো নারী।
  • নেপথ্যে সঙ্গীতশিল্পী শুস্মিতা আনিস ও অর্ণব সায়ন চৌধুরী।
  • নারীদের অবিচারের প্রতিবাদ করে মূলত এই গান। 

 

জনপ্রিয় নজরুল গীতি (Nazrul Geeti) 'জাগো নারী জাগো বহ্নিশিখা' (Jaago Nari Jaago Banhisikha) গানটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিয়ে আসলেন বাংলাদেশী সঙ্গীতশিল্পী শুস্মিতা আনিস Sushmita Anis) ও অর্ণব সায়ন চৌধুরী (Arnob Sayan Chowdhury)। নারীদের অবিচার ও সহিংসতার প্রতিবাদ করে মূলত এই গান। 

নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) প্রতিবাদী গান 'জাগো নারী' নতুন চেতনা জাগায়। এবার সেই গান নতুন আঙ্গিকের গেয়েছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস। গানটির সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীত শিল্পী অর্ণব। নারীদের অধিকারের জন্যে গর্জে ওঠার বিভিন্ন মুহূর্তগুলি খুব সুন্দর ভাবে নাচের মাধ্যমে মিউজিক ভিডিওটিতে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী হৃদি শেখ। 

 

Yaayyy!!! Jago nari Jago” released !!! hope you all like it.. Thanks you Sushmita Anis for the opportunity.. Pradyut Chatterjea thanks for the assistance..

Posted by Arnob on Thursday, 19 November 2020

শুস্মিতা আনিস এর কথায়, " নজরুল ইসলামের গান আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে। আমি সমসাময়িক পরিস্থিতির প্রসঙ্গে এই বিখ্যাত গান 'জাগো নারী' নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করেছি"। অন্যদিকে অর্ণব জানালেন, " আমি এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেয়েছিলাম। নিজের মতো করে সঙ্গীত আয়োজন করেছি। আশা করি সকলের ভাল লাগবে"। 

'জাগো নারী' এবারে নতুন অঙ্গিকে,নেপথ্যে শুস্মিতা-অর্ণব (ছবি সৌজন্য: ফেসবুক)

'জাগো নারী' গানটি সমাজের অত্যাচারিত, অসহায় মহিলাদের, তাঁদের ওপর চলতে থাকা অবিচার ও সহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গর্জে উঠতে অনুপ্রেরণা যোগায়। 

বিশিষ্ট নজরুল গীতি গায়িকা ফিরোজা বেগমের ভাইঝি শুস্মিতা আনিস, নজরুলগীতি সহ আধুনিক বাংলা গান এবং ক্লাসিক্যাল গানের জন্যে জনপ্রিয়। সঙ্গীতশিল্পী অর্ণব এপার ও ওপার দুই বাংলাতেই যথেষ্ট জনপ্রিয়। বিশ্বভারতী থেকে পড়াশোনা শেষ করে সঙ্গীতশিল্পী শাহানা বাজপাই-র সঙ্গে বিয়ে করেছিলেন অর্ণব। কিন্তু পরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি বিশ্বভারতীর ছাত্রী তথা সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক -র সঙ্গে আইনী বিয়ে হয়েছে অর্ণবের।

Advertisement

Advertisement