স্টেজেই প্রৌঢ়া অনুরাগীকে চুম্বন, মুহূর্তে ভাইরাল জিতের ভিডিও

কোথায় জিৎ স্টেজ শো করেছেন সে সব বোঝা না গেলেও তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চরমে। এক প্রৌঢ়া অনুরাগী আনন্দের বশে স্টেজেই উঠে আসেন। বৃদ্ধা আসতেই তাকে জড়িয়ে ধরেন জিৎ, গালে চুমু দিয়ে বলেন ‘আপনাকে কী সুন্দর দেখতে।’ জিতের মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। হাত তুলে আশীর্বাদ করেন প্রিয় অভিনেতাকে।

Advertisement
স্টেজেই প্রৌঢ়া অনুরাগীকে চুম্বন, মুহূর্তে ভাইরাল জিতের ভিডিওস্টেজেই প্রৌঢ়া অনুরাগীকে চুম্বন, মুহূর্তে ভাইরাল জিতের ভিডিও

বহুদিন পর্দায় দেখা যায়নি অভিনেতা জিৎ’কে, অথচ, অবাঙালি হয়েও বাংলা সিনেমায় অভিনয় করে, লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। সম্প্রতি, একটি স্টেজ শো করেন জিৎ। প্রায় আড়াই বছর পর দর্শকদের মুখোমুখি হন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বিশেষ সক্রিয় নন, তবে তার ফ্যান পেজ মাঝে মধ্যেই নানান ছবি পোস্ট করেন। সম্প্রতি জিৎ তার নিজের পেজে কিছু ছবি পোস্ট করেছেন। বৈষ্ণোদেবী থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির, পুরো পরিবার নিয়ে হাজির হন তিনি, সেই ছবি যেমন পোস্ট করেছেন। তেমনই একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এক প্রৌঢ়া তাঁকে গালে চুম্বন দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। নিমেষে ভাইরাল হয় ভিডিওটি।

১৯৯৩ সালে জিৎ মডেলিং করতেন। ১৯৯৪ সালে 'বিষবৃক্ষ' নামে একটি বাংলা ধারাবাহিক দিয়েই শুরু করেন পথচলা। সিনেমাতে পা রাখেন ২০০১ সালে তেলুগু ছবি চান্দু-তে অভিনয় করেন। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে জুটি বেঁধে বাংলা ছবি সাথী তাঁকে নাম যশ খ্যাতি এনে দেয়। একটা সময়, জিৎ-কোয়েল এর জুটি এতটাই হিট ছিল যে মানুষ এদেরকে বাস্তব জীবনের জুটি পর্যন্ত ভাবতে শুরু করে।

 

এখন জিৎ যেমন একজন অভিনেতা তেমনই রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। ২০০৯ সালে তিনি শুরু করেন নিজের প্রথম প্রোডাকশন হাউজ, নাম – গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। এই হাউজ থেকে মুক্তি পায় – ‘১০০ পার্সেন্ট লাভ’, ‘বস’, ‘বস ২’, ‘বচ্চন’, ‘গেম’, ‘সুলতান’, ‘অভিমান’ এবং আরও অনেক ছবি। এরপর, ২০১৭ সালে জিৎ শুরু করেন জিতস্ ফিল্ম ওয়ার্কস্ প্রাইভেট লিমিটেড। এত ব্যস্ততার মাঝেও যখন জিৎ স্টেজে পারফর্ম করতে আসেন জনতার উন্মাদনা হয় দেখার মতো। যার প্রত্যেকটি ভিডিও অভিনেতা পোস্ট করেছেন তার নিজের ইনস্টাগ্রাম পেজে।

কোথায় জিৎ স্টেজ শো করেছেন সে সব বোঝা না গেলেও তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চরমে। এক প্রৌঢ়া অনুরাগী আনন্দের বশে স্টেজেই উঠে আসেন। বৃদ্ধা আসতেই তাকে জড়িয়ে ধরেন জিৎ, গালে চুমু দিয়ে বলেন ‘আপনাকে কী সুন্দর দেখতে।’ জিতের মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। হাত তুলে আশীর্বাদ করেন প্রিয় অভিনেতাকে। এর পর জিৎ তাঁর হাতে উপহারও তুলে দেন। মুহূর্তে ভাইরাল হয় এই মিষ্টি ভিডিওটি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement