Tollywood House Party: 'হোস্ট' রাজ ও শুভশ্রী! ঘরোয়া আড্ডায় হালকা মেজাজে তাবড় টলি সেলেবরা

Tollywood Gossips: দীপাবলিতে বি-টাউনে তারকাদের গ্ল্যাম পার্টিতে সামিল হতে দেখা যায়। এখানে যদিও এখনও সেই চল নেই। তবে দীপাবলির সময় ফের এরমকই এক হাউজ পার্টি- আড্ডাতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই।

Advertisement
'হোস্ট' রাজ ও শুভশ্রী! ঘরোয়া আড্ডায় হালকা মেজাজে তাবড় টলি সেলেবরা ঘরোয়া পার্টিতে টলি তারকারা

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। সাধারণত বেশিরভাগ সময়ে হাউজ পার্টি- আড্ডাতে মেতে উঠতে দেখা যায় টলিপাড়ার অনেককে। দুর্গাপুজোর সময় কিংবা পুজো পরবর্তী সময়ে বিজয়ার আড্ডা দিতে এরকম আসর বসেছিল একাধিক তারকার বাড়িতে।

দীপাবলিতে বি-টাউনে তারকাদের গ্ল্যাম পার্টিতে সামিল হতে দেখা যায়। এখানে যদিও এখনও সেই চল নেই। তবে দীপাবলির সময় ফের এরমকই এক হাউজ পার্টি- আড্ডাতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। এবারের 'হোস্ট' রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ঋতুপর্ণার সঙ্গে শত্রুতা আছে? বহু বছরের গুঞ্জনে এবার সজাসাপ্টা রচনা

মাঝে মধ্যেই রাজ- শুভর বাড়িতে বসে জমাট আড্ডার আসর। এদিনও আড্ডা- খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট রাত। এককথায় বলা যায় ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছিলেন এদিন। হাজির ছিলেন একাধিক অভিনেতারা। 'রাজশ্রী' ছাড়াও যিশু সেনগুপ্ত, পিয়া চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় অনিরুদ্ধ রায়চৌধুরীরা মেতে উঠলেন জমজমাট আড্ডায়। 

সোশ্যাল পেজে এদিনের একটি ভিডিও ভাগ করেছেন রাজ। ভিডিওতে দেখা যাচ্ছে জমিয়ে নাচ- গান করছেন সকলে। গিটার বাজাচ্ছেন পরমব্রত, যিশু বাজাচ্ছেন কাহন। বসে বসেই নাচছেন পিয়া ও শুভশ্রী। সকলে একসঙ্গে গাইছেন 'যাহা তেরি ইয়ে নজর হ্যাঁয়...'। এদিকে হঠাৎ অনিরুদ্ধর সঙ্গে নাচার ইচ্ছে প্রকাশ করলেন ইন্দ্রদীপ। সঙ্গীত পরিচালক ও পরিচালকের মজার নাচ ও দারুণ রসায়ন বাকিরাও উপভোগ করছেন। তা তাঁদের মুখের হাসি থেকেই স্পষ্ট। 

 

 

আরও পড়ুন: মাদুরে বসে ফোঁটা নিচ্ছেন দেব! কোয়েলে ছেলে- মেয়ের আদুরে মুহূর্ত, তারকাদের ভাইফোঁটার ঝলক

প্রসঙ্গত, বিভিন্ন সাক্ষাৎকার থেকে শো, টলি সেলেবদের মুখে শোনা যায় ইন্ডাস্ট্রির একতার কথা। যদিও তারকাদের মধ্যেই অনেকের গলায় আবার অন্য সুর শোনা যায়। বাকিদের কটাক্ষ করে তাঁরা বলেন, 'এসব লোক দেখানো, কোনও একতাই নেই ইন্ডাস্ট্রিতে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলা ছবির।' ইদানিং সোশ্যাল মিডিয়ায় মাঝে- মধ্যেই দেখা যায় এরকম হাউজ পার্টির কিছু মুহূর্ত। যদিও বাস্তবে কতটা একতা, কতটা বন্ধুত্ব তা একমাত্র বলতে পারবেন তাঁরা নিজেরাই। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement