প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। সাধারণত বেশিরভাগ সময়ে হাউজ পার্টি- আড্ডাতে মেতে উঠতে দেখা যায় টলিপাড়ার অনেককে। বৃষ্টি পরিস্থিতির জন্য এবছর দুর্গাপুজোর আনন্দে ভাঁটা পড়েছিল। তবে দেবী দুর্গার পুজো মানে বাঙালির আবেগ। সম্প্রতি এরমকই এক হাউজ পার্টি- আড্ডাতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। বিজয়ার এই আড্ডা বসেছিল ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে।
মাঝে মধ্যেই ঋতুপর্ণার বাড়িতে বসে জমাট আড্ডার আসর। এদিনও আড্ডা- খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট রাত। এককথায় বলা যায় ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছিলেন এদিন। হাজির ছিলেন একাধিক অভিনেতারা।
আরও পড়ুন: মায়ের পথেই হাঁটবেন অন্বেষা? জানুন এখন কী করেন স্বস্তিকার মেয়ে
'হোস্ট' ঋতুপর্ণা ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী ছাড়াও কৌশানী মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অরিন্দম শীল, সস্ত্রীক সোহম চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টপাধ্যায়, রায়া ভট্টাচার্য, গৌতম ভট্টাচার্য, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (ঋতুপর্ণার আপ্ত সহায়ক) মেতে উঠলেন জমজমাট আড্ডায়। সোশ্যাল পেজে এদিনের বিভিন্ন মুহূর্ত ভাগ করেছেন শ্রীময়ী ও শর্মিষ্ঠা।
গত কয়েকদিন ধরেই টলিউডের একাধিক হাউজ পার্টির ছবি প্রকাশ্যে এসেছে। নবমী নিশিতে মিমি চক্রবর্তীর বাড়িতে বসেছিল এরকমই এক পুজোর আড্ডা। এছাড়াও প্রতি বছরের মতো রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সম্প্রতি আয়োজন হয়েছিল এক বিজয়া আড্ডার। যেখানে হাজির ছিলেন, টলিপাড়ার তারকারা।
আরও পড়ুন: এগিয়ে কে? জানুন পুজোর কোন বাংলার ছবির বক্স অফিস কালেকশন কেমন
প্রসঙ্গত, বিভিন্ন সাক্ষাৎকার থেকে শো, টলি সেলেবদের মুখে শোনা যায় ইন্ডাস্ট্রির একতার কথা। যদিও তারকাদের মধ্যেই অনেকের গলায় আবার অন্য সুর শোনা যায়। বাকিদের কটাক্ষ করে তাঁরা বলেন, 'এসব লোক দেখানো, কোনও একতাই নেই ইন্ডাস্ট্রিতে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলা ছবির।' সোশ্যাল মিডিয়ায় মাঝে- মধ্যেই দেখা যায় এরকম হাউজ পার্টির কিছু মুহূর্ত। যদিও বাস্তবে কতটা একতা, কতটা বন্ধুত্ব তা একমাত্র বলতে পারবেন তাঁরা নিজেরাই।