Tarun Majumdar: গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুমদার, ভর্তি SSKM-এ

গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar). শরীরে অস্বস্তির কথা জানালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান পরিচালক। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই কোডিভ টেস্টও করা হয়েছে।

Advertisement
গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুমদার, ভর্তি SSKM-এতরুণ মজুমদার

গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar). শরীরে অস্বস্তির কথা জানালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান পরিচালক। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই কোডিভ টেস্টও করা হয়েছে।

সূত্রের খবর, গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন তরুণ মজুমদার। এছাড়াও বর্ষীয়ান পরিচালকের শ্বাসকষ্ট জনিত সমস্যা ও ডায়াবিটিস রোগ রয়েছে। SSKM-এর চিকিৎসক সোমনাথ কুণ্ডু ও সৌমিত্র ঘোষের নেতৃত্বে ৫ সদস্যের একটি চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ৯২ বছর বয়সি পরিচালকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বাংলা তথা দেশের চলচ্চিত্র জগত।

কেমিস্ট্রির ছাত্র হলেও শুরু থেকেই ফিল্মমেকিং-এর উপর তীব্র আকর্ষণ ছিল তরুণ মজুমদারের। শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে ‘যাত্রিক’ নামে টিম তৈরি করে চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেন তরুণ মজুমদার। এই দলের প্রথম ছবি চাওয়া পাওয়া। এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম-সুচিত্রা জুটি। ‘কাঁচের স্বর্গ’ (১৯৬২) ছবির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পরিচালক। এর পর পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা'র মতো বহুল প্রশংসিত ছবি পরিচালনা করেছেন তরুণ মজুমদার।

চারটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। সাতটি BFJA এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 'ভালোবাসার বাড়ি' তরুণ মজুমদার পরিচালিত শেষ ছবি। যেটি ২০১৮ সালে মুক্তি পায়।

 

POST A COMMENT
Advertisement