"মেঘমুলুকে তোমরা যাবে, রামধনু রঙ কুড়িয়ে পাবে
শিখবে সবই সহজ ভাবে, এ রূপকথায়।"
এই লাইন দুটি দিয়েই পোস্টের শুরু। সঙ্গে একটি ছবির পোস্টার। জন্মদিনে পরবর্তী ছবির পোস্টার ভাগ করে নিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। জানিয়ে দিলেন, গরমের ছুটিতে কচিকাঁচাদের মন জয় করতে আসছেন 'কলকাতার হ্যারি' পটার। ছবিটি পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ।
গত শুক্রবার জন্মদিন ছিল সোহমের। ওই দিনই প্রকাশ্যে ছবির দ্বিতীয় পোস্টার। সাত রঙে রঙিন পোস্টারে রূপকথার দুনিয়ার রং ছড়িয়েছেন প্রযোজক-অভিনেতা। পোস্টারের ক্যাপশনে সোহম লিখেছেন, 'আমার জন্মদিন উপলক্ষে তোমাদের জন্যে ছোট্ট একটি উপহার। দেখা হবে সকলের সঙ্গে এই গরমের ছুটিতে। আর সঙ্গে থাকবে #KolkatarHarry.' পোস্টারে এক ঝাঁক নানা বয়সের শিশুর সঙ্গে ‘কলকাতার হ্যারি’ ওরফে হরিনাথ পাত্র। যিনি পেশায় স্কুলগাড়ির চালক। নেশায় হ্যারি পটারের মতোই জাদুকর। এই চরিত্রে অভিনয় করেছেন সোহম। তাঁর স্বপ্নে দেখা রাজকন্যা প্রিয়াঙ্কা ওরফে ‘মোহর’।
ছবিতে দুটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীকে। চার অভিনেতা ছাড়াও ছবিতে রয়েছেন লাবনি সরকার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুদীপা বসু, বাসন্তী চট্টোপাধ্যায় এবং ঐশী গুহঠাকুরতা। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সিনেম্যাটোগ্রাফার গোপী ভগৎ। সম্পাদনায় শুভজিৎ সিংহ। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রোহিত সৌম্য। কোরিওগ্রাফার বাবা যাদব। প্রযোজনায় সোহম এন্টারপ্রাইজ। নিবেদন সোহম চক্রবর্তী এবং ইন্দিরা চৌধুরী।