scorecardresearch
 

EXCLUSIVE: 'ঘরে কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি', প্রচারে কেন বললেন কৌশানী?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ভোট প্রচারে বেরিয়ে কিছু ভোটারদের বলছেন, 'ঘরে কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি'।

Advertisement
কৌশানী মুখোপাধ্যায় কৌশানী মুখোপাধ্যায়
হাইলাইটস
  • প্রচারে বেরিয়ে নারী সুরক্ষার কথা বলছিলাম
  • অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্য নারীদের জন্য অনেক বেশি নিরাপদ
  • সে কারণেই সকলকে ভেবে চিন্তে ভোট দেওয়ার অনুরোধ করেছিলাম

ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ভোট প্রচারে বেরিয়ে কিছু ভোটারদের বলছেন, 'ঘরে কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি'। এই ভিডিও হাতিয়ার করে নিজেদের সোশাল পেজে পোস্ট করে পাল্টা ডিজিটাল প্রচারে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কৌশানীর পাল্টা দাবি, বক্তব্যের নির্দিষ্ট অংশ কেটে এই ভিডিও তৈরি করে নোংরা রাজনীতি করছে। কারণ নারী সুরক্ষার প্রশ্নে তিনি সকল ভোটারদের ভেবে চিন্তে ভোট দেওয়ার আবেদন করেছিলেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমীল প্রার্থী কৌশানী হাত নেড়ে কাউকে ডাকছেন। তিনি বলছে, 'এ দিকে আয়, এ দিকে আয়। কে বাবা, তোরা বিজেপি? ঘরে সবার কিন্তু মা বোন আছে। ভোটটা ভেবে দিবি।' তার মধ্যে বহু মানুষ অভিনেত্রীকে সামনে থেকে দেখা এবং হাত মেলানোর জন্য ভিড় করছেন। বিজেপি নিজেদের পেজে ভিডিওটি শেয়ার করে লিখেছে, 'কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এ ভাবে বাংলার মহিলাদের হুমকি দিচ্ছেন। এটাই পিসির সংস্কৃতি। পিসির রাজত্বে বাংলায় কোনও মহিলা সুরক্ষিত নয়।'

 

এ বিষয়ে কৌশানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ওরা তো এ ধরনের সস্তা রাজনীতি করবেই। আমি প্রচারে বেরিয়ে নারী সুরক্ষার কথা বলছিলাম। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্য নারীদের জন্য অনেক বেশি নিরাপদ। সে কারণেই সকলকে ভেবে চিন্তে ভোট দেওয়ার অনুরোধ করেছিলাম। আমার বক্তব্যের নির্দিষ্ট একটা অংশ কেটে নিয়ে এ ধরনের নোংরা খেলায় মেতেছে। আমি নিজে একজন নারী হয়ে এ ধরনের মন্তব্য করার কথা ভাবতেও পারি না। এটা বিজেপির কালচার।'

Advertisement

 

Advertisement