Bonny- Priyanka: ক্যাফে খুলতে চলেছেন বনি, সঙ্গী প্রিয়াঙ্কা! 'সিগনেচার ডিশ' এই চিকেনের পদ

Bonny Sengupta- Priyanka Sarkar: আসছে নতুন বাংলা ছবি 'রবিনস কিচেন'। নাম শুনেই বোঝা যাচ্ছে, রান্নাবান্না কিংবা রেস্তোরাঁ- ক্যাফের যোগ রয়েছে ছবিতে।

Advertisement
ক্যাফে খুলতে চলেছেন বনি, সঙ্গী প্রিয়াঙ্কা! 'সিগনেচার ডিশ' এই চিকেনের পদ  বনি ও প্রিয়াঙ্কা (ছবি: সংগৃহীত)

ক্যাফে খুলতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। তাঁর সঙ্গী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। অবাক হচ্ছেন? এটাই ঘটতে চলেছে, তবে বাস্তবে নয়, পর্দায়। রুপোলী পর্দায় এবার জুটি বাঁধতে চলেছেন বনি  ও প্রিয়াঙ্কা। আসছে নতুন বাংলা ছবি 'রবিনস কিচেন' (Robinson's Kitchen)। নাম শুনেই বোঝা যাচ্ছে, রান্নাবান্না কিংবা রেস্তোরাঁ- ক্যাফের যোগ রয়েছে ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন বাপ্পা। কলকাতার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শ্যুটিং।   

বনি- প্রিয়াঙ্কা ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়। ছবিতে রবিন চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে প্রিয়াঙ্কার চরিত্রের নাম নীহারিকা। কেমন হবে ছবির গল্প? রবিন, একটি ক্যাফে খুলেছে, যার নাম - রবিনস কিচেন। তার সব সময়ই শখ ছিল, ছোটবেলায় মায়ের হাতে খাওয়া একটা স্পেশাল চিকেনের পদ তৈরি করে সকলকে খাওয়ানো - চিজি তন্দুরী চিকেন। সেই মতো ক্যাফেতে সেই স্পেশাল ডিশটি তৈরি করে সে জনপ্রিয়ও হয়ে ওঠে।

 

Bonny sengupta Priyanka sarkar

সবটা ভাল মতোই চলছিল। ছন্দপতন হয়, যখন পাড়ার নেতা অরিত্রর চোখ পড়ে যায় তার এই উন্নতি। সে ক্রমশঃ রবিনকে চাপ দিতে থাকে বিভিন্নভাবে। এরই মধ্যে ব্যবসার কাজে রবিনকে চলে যেতে হয় ব্যাঙ্গালুরু। এই সুযোগে অরিত্র ক্যাফেটা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে এবং রবিনের প্রেমিকা নীহারিকাকে অপহরণ করে। এবার রবিন কী করে এর বদলা নেবে? সেই নিয়েই এগোবে ছবির গল্প। ছবির অন্তিম লগ্নে দর্শকের জন্য রয়েছে বড় ট্যুইস্ট। যা, ছবিটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়।

 

Bonny sengupta Priyanka sarkar

সব ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় মুক্তি পাবে 'রবিনস কিচেন'। ছবিটি আসছে  'পান্ডে মোশান পিকচার্স'-র ব্যানারে এবং মুকেশ পান্ডের প্রযোজনায়। ছবির গানগুলি দর্শকের দারুণ পছন্দ হবে এবং নতুন এই জুটিকেও সকলে আপন করে নেবেন বলেই আশাবাদী নির্মাতারা। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement