
'প্রজাপতি'-র বক্স অফিস রিপোর্ট 'রঘু ডাকাত' থেকে বেরিয়ে পরের ছবির মধ্যে ঢুকে গিয়েছেন দেব। আপাতত 'প্রজাপতি ২'-র লুকে রয়েছেন টলিউডের রাজার রাজা। জোর কদমে চলছে প্রচার। এই ছবিতে ফের বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। ২০২২-র ডিসেম্বর মাসে, বড়দিনের আগে মুক্তি পেয়েছিল মিঠুন ও দেবের 'প্রজাপতি'। এই ছবি দীর্ঘদিন শিরোনামে ছিল, মূলত দুটি কারণে।
প্রথমটি, ছবির বিপুল বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়টি, দুই অভিনেতাকে নিয়ে বিতর্ক। বিনোদনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রং নিয়ে কটাক্ষ এবং আলোচনা শুরু হয় ছবিকে নিয়ে। যদিও নিন্দুকদের কথায় পাত্তা দেয়নি টিম 'প্রজাপতি'।
আরও পড়ুন: রিল, রিয়েলে মাখোমাখো রসায়ন দেব ও ইধিকার! ভালোবেসে ফ্যানেরা জুটির নাম রাখল...
বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করে দারুণ লক্ষ্ণীলাভ করছে এই ছবি। বহু বাংলা ছবির বক্স অফিসের পুরনো রেকর্ড ভেঙেছে 'প্রজাপতি'। প্রথম সপ্তাহেই এই ছবির আয় ছিল প্রায় ২.১৭ কোটি। সব মিলিয়ে এই ছবির যা আয়, সেই, অঙ্ক নিঃসন্দেহে বাংলা ছবি তথা টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনেকটা আশা আলো দেখিয়েছে। ফলস্বরূপ 'প্রজাপতি ২' থেকে সকলের আশা অনেকটাই। নতুন এই ছবি মুক্তির আগে, জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী 'প্রজাপতি'-র বাজেট এবং বক্স অফিস কালেকশন কেমন ছিল।

ছবি: প্রজাপতি
* প্রযোজনা: অতনু রায়চৌধুরী, দেব, প্রণব কুমার গুহ
* পরিচালক: অভিজিৎ সেন
* অভিনয়ে: মিঠুন চক্রবর্তী , দেব, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্কর, কৌশানী মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়।
বাজেট
আনুমানিক ৩ কোটি
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১২.১ কোটি
* ভারতে নেট কালেকশন- ১০.১৮ কোটি
* বিদেশে নেট কালেকশন- ০.১ কোটি
* মুক্তির পরে প্রথম দিনে ভারতে 'প্রজাপতি'-র কালেকশন ছিল ০.১৫ কোটি, দ্বিতীয় দিনেও কালেকশন ছিল ০.২৫ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ০.৬ কোটি টাকা।

আরও পড়ুন: মৃত্যুশয্যায় পারুল! রায়ান কী মনের কথা জানাতে পারবে 'জংলি'কে? টানটান 'পরিণীতা'
প্রসঙ্গত, 'প্রজাপতি ২' আসছে এবছরের বড়দিনে। ছবির টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। গান ইতিমধ্যেই দারুণ হিট। 'টনিক', 'প্রজাপতি'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। এই ছবিতে দেব, মিঠুন ছাড়াও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার 'কিশোরী'- ইধিকা পালকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীয়ের মতো শিল্পীদের। মানে - অভিমানে, সম্পর্কের টানে, তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে 'প্রজাপতি ২'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।