Dev Idhika Bonding: রিল, রিয়েলে মাখোমাখো রসায়ন দেব ও ইধিকার! ভালোবেসে ফ্যানেরা জুটির নাম রাখল...

Dev Idhika Bonding: সময়টা খুব ভাল যাচ্ছে ইধিকার। প্রায়ই শিরোনামে থাকেন নায়িকা। প্রি- প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন, প্রচার, ফিল্মি পার্টি, একের পর এক ছবির শ্যুটিং সব মিলিয়ে এই মুহূর্তে তুমুল ব্যস্ত তিনি। এদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেব।

Advertisement
রিল, রিয়েলে মাখোমাখো রসায়ন দেব ও ইধিকার! ভালোবেসে ফ্যানেরা জুটির নাম রাখল...      দেব- ইধিকা

'কিশোরী', 'ঝিলমিল লাগে'-র পর 'হাসলি কেন বল'। জুটিতে একের পর এক গোল দিচ্ছেন দেব ও ইধিকা পাল। টলিপাড়ার নতুন এই জুটি রীতিমতো তাক লাগাচ্ছেন রোম্যান্টিক গানের দৃশ্যে। এদিকে স্টুডিওপাড়ায় অনেকের আলোচনা, ইধিকা নাকি দেবের 'লাকি চার্ম'। আর এজন্যেই 'খাদান'-র সাফল্যের পর নিজের সব ছবিতেই তাঁকে রাখছেন টলিউডের 'রাজার রাজা'। 

সময়টা খুব ভাল যাচ্ছে ইধিকার। প্রায়ই শিরোনামে থাকেন নায়িকা। প্রি- প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন, প্রচার, ফিল্মি পার্টি, একের পর এক ছবির শ্যুটিং সব মিলিয়ে এই মুহূর্তে তুমুল ব্যস্ত তিনি। এদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেব। নায়িকা যে টলিউড মেগাস্টারের পছন্দের তালিকার একেবারে প্রথমের দিকেই আছে, সে প্রমাণ বারবার মিলেছে। 'খাদান'-র 'কিশোরি গার্ল'কে 'বাংলা ক্রাশ' বলেও তকমা দিয়েছেন অভিনেতা, প্রযোজক তথা সাংসদ।

আরও পড়ুন: মৃত্যুশয্যায় পারুল! রায়ান কী মনের কথা জানাতে পারবে 'জংলি'কে? টানটান 'পরিণীতা'

 

dev idhika

দর্শকেও দারুণ পছন্দ দেব- ইধিকার জুটি। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। এমনকী, ভালোবেসে এই জুটির নাম তারা রেখেছেন 'দেভিকা'। এবছর পুজোয় পর্দায় ফুটে উঠেছিল রঘু ডাকাতের সঙ্গে সৌদামিনীর প্রেম। বড়দিনে ফের জুটির ম্যাজিক পর্দায় ফুটে উঠবে। এবছর বড়দিনে এবং দেবের জন্মদিনে মুক্তি পাবে 'প্রজাপতি ২'। এই ছবির গান 'হাসলি কেন বল' ইতিমধ্যেই দারুণ হিট। সম্প্রতি ছবির প্রচারে জি বাংলার গানের রিয়্যালিটি শো 'সা রে গা মা পা'-তে গিয়ে একসঙ্গে মঞ্চ জমিয়ে দেন দু'জনে। তাঁর রসায়ন দেখে মুগ্ধ সকলে।  

 

 

মাঝে দেব- ইধিকার সম্পর্কে নানা গুঞ্জনও ছড়ায়। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শোনা যায়, বাস্তবেও নাকি দেবের মনে জায়গা করে নিয়েছেন ইধিকা। আর সেজন্যে নাকি রুক্মিণী বেজায় চটেছেন। যদিও এবিষয়ে এখনও সিলমোহর পড়েনি। তাই গোটা বিষয়টাও এখনও জল্পনা পর্যায়েই রয়েছে।  

Advertisement

আরও পড়ুন: ফের প্রেম ভাঙল টলিপাড়ায়! আরাত্রিকার সঙ্গে আর্যর সম্পর্ক নিয়ে নতুন চর্চা

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ইধিকা পাল। টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছে 'খাদান'-র মাধ্যমে। যদিও বড় পর্দায় এটা তাঁর প্রথম কাজ নয়। ঢালিউড ইন্ডাস্ট্রিও এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি। জীবনের প্রথম ছবি- 'প্রিয়তমা'-তে ইধিকা জুটি বেঁধেছিলেন শাকিব খানের সঙ্গে। এছাড়াও বাংলাদেশে আর একটি ছবির ঘোষণা করে ফেলেছেন। পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে 'কবি' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।   

 

dev idhika

'কপালকুন্ডলা' ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন ইধিকা পাল। তবে মুখ্য চরিত্রে তাঁকে প্রথম দেখা যায় 'রিমলি' ধারাবাহিকে। এরপর তাঁকে দর্শক দেখেন 'পিলু'-তে। পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় শুরু করলেও, পরে মুখ‍্য চরিত্রকেই ছাপিয়ে যান তিনি। রঞ্জিনী বা রঞ্জা চরিত্রটি দর্শক দারুণ পছন্দ করেন। প্রথমে এই চরিত্রটিতে 'গ্রে শেডস' থাকলেও, পরে ক্রমে পাল্টে যায় রঞ্জা। পদ্মাপারেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবার দেখার, দেবের সঙ্গে 'প্রজাপতি ২'-তে তাঁর রসায়ন ফের কতটা জমে ওঠে পর্দায়।  
 

POST A COMMENT
Advertisement