Dev Prosenjit Issues: প্রসেনজিতের বাড়িতে দেব, 'পদ্মশ্রী-টদ্মশ্রী' বিতর্ক মিটল?

Tollywood Internal Problems: টলিপাড়ায় খবর, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল দুই তারকার মধ্যে। অভিযোগ উঠেছিল, প্রসেনজিতকে অপমান করেছেন দেব। এই নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। এরই মাঝে শুক্রবার দেবের পেজে ভেসে দুটি ছবি।

Advertisement
প্রসেনজিতের বাড়িতে দেব, 'পদ্মশ্রী-টদ্মশ্রী' বিতর্ক মিটল?প্রসেনজিৎ- দেব (ছবি: ফেসবুক)

শিরোনামে থাকে স্টুডিওপাড়া। বাংলা ইন্ডাস্ট্রির ঝামেলা মিটেও যেন মিটছে না। তারকাদের একে অপরের সঙ্গে কেমন রসায়ন, তা বোঝা মুশকিল। আজ আড়ি, কাল ভাব। যদিও বক্স অফিসে যুদ্ধ থাকলেও, দুই টলিউড সুপারস্টারের সম্পর্ক খুবই ভাল। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে নিয়ে। তবে বুধবার তারকাখচিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ের পরে এই সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। টলিপাড়ায় খবর, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল দুই তারকার মধ্যে। অভিযোগ উঠেছিল, প্রসেনজিতকে অপমান করেছেন দেব। এই নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। এরই মাঝে শুক্রবার দেবের পেজে ভেসে দুটি ছবি। প্রসেনজিতও শেয়ার করেন সেই ছবি। তাহলে মান- অভিমানের পালা মিটল? 

দেব- প্রসেনজিতের পোস্ট 

নিজের সোশ্যাল পেজে দুটি হাসিমুখের ছবি শেয়ার করেন দেব। একটিতে তাঁর পাশে রয়েছেন প্রসেনজিৎ, অন্যটিতে দুই তারকার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পুত্র- তৃষাণজিৎ অর্থাৎ মিশুক। ক্যাপশনে নিজের স্টাইলে লিখেছেন, 'এমনি'। সেই একই ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, "তুই এলি , কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝি গুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক। আদর...।" এই ক্যাপশনের মাধ্যমে সব না বলেও, যেন অনেক কথা বললেন অভিনেতা। দুই তারকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।  

আরও পড়ুন: রেটিং চার্টে আরও বড় ধামাকা! বেঙ্গল টপার কোন মেগা, সেরা দশে কারা? 

 

ঠিক কী ঘটেছিল?   

স্ক্রিনিং কমিটির মিটিংয়ে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। যার মধ্যে তিন টলি সুপারস্টার প্রসেনজিৎ, জিৎ, দেব, কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি এবং কমিটির সদস্য স্বরূপ বিশ্বাসও ছিলেন। এই বৈঠকে উপস্থিত স্টুডিওপাড়ার এক সূত্রের দাবি, এক প্রকার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এদিনের বৈঠকে। দেবের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি অপমান করেছেন প্রসেনজিৎ, জিৎ, পিয়া, স্বরূপ সহ অনেককেই। 

Advertisement

আরও পড়ুন:  'আমার আওয়াজ কেউ নিচে করতে পারেনি, ভয় পাই না...,' ক্ষোভ উগরে দিলেন মিমি

'পদ্মশ্রী- টদ্মশ্রী' বিতর্ক 

এমনকী প্রসেনজিৎকে উদ্দেশ্য করে দেব নাকি বলেছেন, "তুমি পদ্মশ্রী- টদ্মশ্রী পেয়েছ! তোমায় তো জায়গা ছেড়ে দিতেই হবে।" শুধু তাই নয়, স্ক্রিনিং কমিটির অস্তিত্ব বা প্রয়োজনীয়তা নিয়েও নাকি প্রশ্ন তোলেন দেব। আরও অভিযোগ, জিৎকে নাকি তিনি বলেছেন, "পুজোয় আসতে চাইলে এসো, তুমি-আমি বৈঠকে বসি। এর জন্য স্ক্রিনিং কমিটির মিটিংয়ের কী প্রয়োজন?" সূত্রের খবর, দেবের এই আচরণে অসন্তুষ্ট সবাই। যদিও এই নিয়ে দেব, প্রসেনজিৎ বা জিতের কেউই কোনও মন্তব্য করেননি।     

আরও পড়ুন:  গর্ভপাত হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন রানি, কীভাবে সামলেছিলেন নিজেকে?

যা রটেছিল... 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলা হয়, তিনি 'ইন্ডাস্ট্রি'। যদিও তিনি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলতে নারাজ। উল্টে নিজেকে 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র' বলেন তিনি।  ইন্ডাস্ট্রির এক প্রকার অভিভাবকের মতোই তিনি। অন্দরের নানা সমস্যারও সমাধান করেছেন বারবার। নানা জল্পনার পরে শুক্রবার, দেখা যায় প্রসেনজিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন দেব। আশা করা যায়, সব অভিমানের বরফ গলে, মিলে গিয়েছেন দাদা- ভাই। সরাসরি কেউ কিছু না বললেও, এই পোস্ট নিঃসন্দেহে ইঙ্গিত দেয়, যা রটেছিল তা কিছুটা হলেও সত্যি।

              

POST A COMMENT
Advertisement