শুভশ্রী- দেব (ছবি: ইনস্টাগ্রাম)অবশেষে নানা জট কেটে, মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই খবর এখন সকলেরই জানা। খবরটি চাউর হওয়ার পর থেকে দেব-শুভশ্রীর অনুগামীদের উৎসাহ- উত্তেজনা তুঙ্গে। তবে এরপর একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরছে, ছবির আগে প্রচারের জন্য কি তাহলে একসঙ্গে দেখা যাবে জুটিকে? এবার সেই উত্তর কিছুটা পাওয়া গেল।
আগামী ১৪ অগাস্ট আসছে 'ধূমকেতু'। ইতিমধ্যে শুরু ছবির প্রচার। সেখানেই দেখা গেল ছবি নিয়ে কথা বলছেন দেব- শুভশ্রী। যদিও তাঁরা একসঙ্গে শ্যুটিং করেননি। আলাদা আলাদা জায়গায় শ্যুটিং করে তারপর এডিটিং করে জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, '১২ বছর পর, আবার একসঙ্গে…পর্দায় ফিরছি আমরা — ধূমকেতু নিয়ে।"
২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধুমকেতু'-র। মাঝে কেটে গেছে প্রায় এক দশক। সময়, পরিস্থিতি সবটাই পাল্টেছে। দুই অভিনেতার অনুগামীরা মাঝেই মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। 'ধুমকেতু' ছবিতে শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। শোনা যায়, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু দেবের ডাবিং বাকি ছিল। বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি।
'ধূমকেতু' মুক্তি প্রসঙ্গে শুভশ্রী সংবাদমাধ্যমকে আগে জানিয়েছিলেন যে, দর্শকদের হয়তো নাও ভাল লাগতে পারে এই ছবিতে তাঁর অভিনয়। তাঁর মতে তিনি অনেকটাই উন্নতমানের অভিনেত্রী এখন। অন্যদিকে রুক্মিণী সম্প্রতি বলেন, "আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।"
নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননি দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন 'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। তবে তাঁদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রিতে 'ওপেন সিক্রেট'। তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি আশা করেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার 'ধূমকেতু'-র বক্স অফিস সাফল্য কতটা।