Jeetu Kamal Hospitalised: আপাতত স্থগিত শ্যুটিং! এখন কেমন আছেন অসুস্থ জিতু?

Jeetu Kamal News:

Advertisement
আপাতত স্থগিত শ্যুটিং! এখন কেমন আছেন অসুস্থ জিতু? জিতু কমল

গুরুতর অসুস্থ জিতু কমল। বুধবার শ্যুটিং ফ্লোরেই হঠাৎ অজ্ঞান হয়ে যান অভিনেতা। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 'এরাও মানুষ' ছবির আউটডোর শ্যুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। অভিনেতা হঠাৎই বুকে চাপ অনুভব করেন। সেই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়। এখন কেমন আছেন? ঠিক কী হয়েছে? 

আজতক বাংলার তরফে যোগাযোগ করা হয় জিতু কমলের টিমের সঙ্গে। বুধবার বুকেও ব্যথা অনুভব করছিলেন 'চিরদিনই তুমি যে আমার'-র আর্য স্যার। এদিন রাতেই ইসিজি করা হয়। যার রিপোর্ট ভাল। বৃহস্পতিবার সকালে ইকো কার্ডিওগ্রাম, ইউএসজি করা হয়েছে। সেই সঙ্গে কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে। হাসপাতালে ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট সৌরেন পাঁজার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। জানা যায়, আগের থেকে স্থিতিশীল আছেন অভিনেতা। কাঁপুনি দিয়েই জ্বর আসছে। তবে বুকে ব্যথা নেই আপাতত। সব পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনও সব রিপোর্ট আসেনি। তাই তাঁর ঠিক কী হয়েছে তা বলা যাচ্ছে না এখনই। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ধান্যকুড়িয়ায় 'এরাও মানুষ' ছবির শ্যুটিং করছিলেন জিতু। শোনা যাচ্ছে, কদিন ধরেই নাকি গায়ে জ্বর নিয়েই কাজ করছিলেন অভিনেতা। আউটডোরে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যান। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, স্বাভাবিক ভাবেই উদ্বেগে রয়েছে ছবির নির্মাতারা। আপাতত স্থগিত রয়েছে ছবির শ্যুটিং।

প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে চলছে টানটান ট্র্যাক। মেগার ব্যাঙ্কিং যেহেতু খুব কম থাকে, তাই সেক্ষেত্রেও বড় সমস্যা হতে পারে। এখন মেগার টিম কী করবে, সেটাই এখন দেখার। জিতু কমল অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগে এই মেগার টিমও। আর্য স্যারের অপর্ণা, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, "আমার সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো।" এদিকে মেগার 'কিংকর', অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তায় রয়েছেন জিতুকে নিয়ে। তিনিও অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement