বেশ কিছুদিন ধরেই আলোচনায় দেবের ছবি 'প্রজাপতি ২'। ছবির শ্যুটিং চলছে লন্ডনে। এবার দেবের নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছু মাস ধরেই চর্চা ছিল। শেষমেশ জানা যায়, আর ইধিকা পাল নয়, এবার দেবের বিপরীতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এতদিন বিশেষ কিছু বলেননি টেলি অভিনেত্রী। তবে ইংল্যান্ড থেকে তাঁর সদ্য শেয়ার করা ছবিটিই যেন সবার সব প্রশ্নের উত্তর।
নতুনদের সুযোগ দেওয়ার 'নতুন ট্রেন্ড' তৈরি করেছেন দেব। তার মধ্যে একের পর এক বাংলা টেলিভিশনের নায়িকাদের তাঁর ছবিতে সুযোগ দিচ্ছেন তিনি। সৌমিতৃষা কুণ্ডু, শ্বেতা ভট্টাচার্য, ইধিকা পালের পর এবার জ্যোতির্ময়ী। টলিউড সুপারস্টারের ছবিতে কাজ করার স্বপ্ন দেখেন বহু অভিনেতা। সকলের স্বপ্ন সত্যি হয় না। তবে জ্যোতির্ময়ী সেই সুযোগ পেয়েছেন। দেবের সঙ্গে একটি লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, "এই মুহূর্তটার স্বপ্নই তো দেখতাম...।" এই ছবি দেখা মাত্রই ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।
'প্রজাপতি ২'-তে ফের বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। কীভাবে দেবের নায়িকা হলেন 'বঁধুয়া' খ্যাত জ্যোতির্ময়ী? জানা গিয়েছে, পরিচালক অভিজিত্ সেনের মাধ্যমে জ্যোতির্ময়ী যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। পর পর ধারাবাহিকে কাজ না করে, বড় পর্দায় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রযোজকেরও মনে ছিল জ্যোতির্ময়ীর কথা। এরপর 'প্রজাপতি ২'-র নায়িকার ভূমিকায় তাঁকে মানানসই মনে হওয়ায়, দেখে ডাক পড়ে অভিনেত্রীর।
প্রসঙ্গত, আগে শোনা গিয়েছিল এই ছবিতে ফের একবার জুটি বাঁধবেন দেব- ইধিকা। পরে জানা যায়, ভিসার সমস্যার জেরে নাকি এই ছবিতে কাজ করতে পারেননি তিনি। দেবের 'রঘু ডাকাত'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার 'কিশোরী'কে। যদিও এখন স্টুডিওপাড়ায় নতুন গুঞ্জন। খবর, 'প্রজাপতি ২'-তে একটি অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন ইধিকা। ছবির টিম লন্ডন থেকে ফিরলেই নাকি কলকাতায় শ্যুটিং হবে ইধিকাকে নিয়ে। অনেকের ধারণা, দেবের জন্য 'লাকি' প্রমাণিত হয়েছেন ইধিকা। 'লাক ফ্যাক্টর'-র জন্যই নাকি তাঁকে নিজের সব ছবিতেই রাখতে চাইছেন দেব। এখন দেখার, সত্যিই অভিনেত্রী এই ছবিরও অংশ হন নাকি। আর হলেও, এবারও তিনি সৌভাগ্য বয়ে আনতে পারেন কিনা।