
সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা সরকার। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথি ভর্তি সিঁদুর ইত্যাদি নানা কারণে তাঁকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি টলিউড নায়িকা ফের আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম নিয়ে। এই মুহূর্তে স্টুডিও পাড়া থেকে নেটপাড়া, সর্বত্র জোর চর্চায় মধুমিতা ও তাঁর জীবনের বিশেষ মানুষ। ২৬ অক্টোবর জন্মদিন অভিনেত্রীর। স্পেশাল দিনে বার্থডে গার্লের সঙ্গে একগুচ্ছ অদেখা মুহূর্তই সকলের সঙ্গে শেয়ার করলেন মধুমিতার প্রেমিক।
দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। তবে নায়িকা জানান, তাঁদের প্রেমের বয়স একেবারে কম। এবছর পুজোতেই দু'জনে এই সম্পর্ককে সিলমোহর দেন। অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন দেবমাল্য। তবে তিনি কী করেন, তা এখনই খোলসা করতে নারাজ নায়িকা। নতুন প্রেম ও প্রেমিককে নিয়ে সংবাদমাধ্যমকে মধুমিতা বলেন, "হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি। তবে সে কী করে, সেটা এখন একটু চাপাই থাক।" তবে শোনা যাচ্ছে, দেবমাল্য ও মধুমিতা ছোটবেলার বন্ধু।
মধুমিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে দেবমাল্য লিখেছেন, "আমাদের মনের বিশৃঙ্খলা সত্যিই ভারসাম্য খুঁজে পেয়েছে...শুভ জন্মদিন ...।" এই পোস্টের কমেন্টে মধুমিতা কিছু লেখেননি তবে শুধু ইমোজি দিয়েছেন। জুটির ছবিগুলি দেখে দারুণ খুশি অনুগামীরা। অনেকে শুভেচ্ছাবার্তা ও ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন কমেন্ট বক্স।
প্রসঙ্গত, ১৮ বছর বয়সেই অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার। তবে বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল তাঁর ডেটিংয়ের। অবশেষে এই পুজোয় নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন 'লাভ বার্ডস'।