scorecardresearch
 

Mayar Jonjal teaser: ফেব্রুয়ারিতে দুই বাংলায় 'মায়ার জঞ্জাল' দেখাবেন ঋত্বিক-চান্দ্রেয়ী; টিজার

ফেব্রুয়ারিতে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে 'মায়ার জঞ্জাল'। দুই বাংলার অভিনেতাদের একই ফ্রেমে দেখা যাবে এই সিনেমায়। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই সিনেমার পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Advertisement
মায়ার জঞ্জাল মায়ার জঞ্জাল
হাইলাইটস
  • ফেব্রুয়ারিতে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে 'মায়ার জঞ্জাল'।
  • এই ছবির অন্যতম অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে এনেছে।
  • ছবিটির প্রযোজনায় ওপার বাংলার জসীম আহমেদ। ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’-এর মতো একাধিক স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন তিনি।

ফেব্রুয়ারিতে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে 'মায়ার জঞ্জাল'। দুই বাংলার অভিনেতাদের একই ফ্রেমে দেখা যাবে এই সিনেমায়। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই সিনেমার পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সিনেমার টিজার এসেছে প্রকাশ্যে
এই ছবির অন্যতম অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে এনেছে। যেখানে চান্দ্রেয়ী ঘোষকে দেখা গিয়েছে একেবারে অন্য রূপে। ফেব্রুয়ারি মাসেই এই সিনেমা মুক্তি পাবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘শুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।। ছবিটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও রয়েছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু। 

‘মুভি ডটকম’-এ জায়গা পেয়েছে মায়ার জঞ্জাল
আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুভি ডটকম’। জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঁসোয়া ক্রুফোর মতো খ্যাতনামা পরিচালকের সিনেমা রয়েছে এই প্ল্যাটফর্মে। এই ছবিগুলির পাশে জায়গা করে নিয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘মায়ার জঞ্জাল’। বিশ্বের অবিশ্বাস্য সুন্দর ও আকর্ষণীয় সিনেমার তালিকায় রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’কে। একই সঙ্গে বিভিন্ন উৎসবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকা উল্লেখ রয়েছে।

Advertisement

একাধিক পুরস্কার জিতেছে এই সিনেমা
ছবিটির প্রযোজনায় ওপার বাংলার জসীম আহমেদ। ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’-এর মতো একাধিক স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন তিনি। প্রযোজক জসীম আহমেদ জানান, তাঁর প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’ ছবির মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নেয় ‘মায়ার জঞ্জাল’।
 

Advertisement