তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশী। তাঁদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন, ইত্যাদি সবচেয়ে বেশি চর্চায় থাকে। শিরোনামে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নায়িকার নতুন প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। অনুরাগীদের জন্য প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি, ভিডিও, নানা মুহূর্ত, এমনকী সিক্রেটস। ফ্যানেদের অনেকেই জানেন তিনি ঘুরতে খুবই ভালোবাসেন। সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যান নায়িকা। এবার মিমির সোশ্যাল পেজ ভরছে সমুদ্র- সৈকতের ছবিতে।
কর্মবিরতি নিয়ে ফের ঘুরতে গিয়েছেন মিমি। তবে টলিপাড়ায় জোর চর্চা, নতুন প্রেমিকের সঙ্গেই নাকি বিশেষ সময় কাটাতে সমুদ্রে গিয়েছেন টলি নায়িকা। তবে সঙ্গে আর কে রয়েছেন, তা একেবারেই পরিষ্কার নয়। এমনকী মিমির কমেন্ট বক্সে পার্নো মিত্রের কমেন্ট দেখে নেটমাধ্যমেও সকলের একই প্রশ্ন, মিমির মনের মানুষ কে? সেই উত্তর এখনও মেলেনি। অভিনেত্রীর এবারের ডেস্টিনেশন কী, তাও জানা যায়নি এখনও। তবে তিনি সকলের নজর কাড়ছেন, দারুণ স্টাইল স্টেটমেন্টে।
বোল্ড অবতারে সকলের সামনে ধরা দিলেন 'বিচ বেবি' মিমি। ক্রসেটের বিচওয়্যারে ফ্যাশনস্তা অভিনেত্রী। প্রতিটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, চুটিয়ে উপভোগ করছেন তিনি। ছবিগুলি দেখে ভক্তরা দারুণ খুশি। ভার্চুয়াল ভালোবাসায় সকলে ভরাচ্ছেন কমেন্ট বক্স। শুধু তাই নয়, নায়িকার পোস্টে বিয়ের প্রস্তাবও এসেছে।
প্রসঙ্গত, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও, মূলত ছোট পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মিমি চক্রবর্তী। 'গানের ওপারে'-ধারাবাহিকের পুপে চরিত্রে সকলের মন জয় করেন তিনি। এরপর ২০১২ সালে পরপর দুটি হিট- 'বাপি বাড়ি যা এবং 'বোঝে না সে বোঝে না'। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'তুফান'। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন নায়িকা।