
তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশি। তাঁদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন, ইত্যাদি সবচেয়ে বেশি চর্চায় থাকে।
এমনকী তারকা হওয়ার আগে তাঁদের জীবন কেমন ছিল, নো- মেকআপ লুক, সবটা নিয়েই আগ্রহ থাকে তুঙ্গে। সাংসদ - নায়িকা মিমি চক্রবর্তী, অনুরাগীদের জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি, ভিডিও, নানা মুহূর্ত, সিক্রেটস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির একটি পুরনো ভিডিও।
তখনও মিমি চক্রবর্তীকে কেউ চেনেন না। বিনোদন জগতে কেরিয়ার শুরু হয়নি তখনও। তবে টিনসেল টাউনে ঢোকার জন্য প্রস্তুতি শুরু হয়েছে, চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন জোর কদমে। ঠিক সেই সময়ের একটি ভিডিও হঠাৎই সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ফিডব্যাক দিচ্ছেন তিনি। সম্রাট মুখোপাধ্যায়ের মডেলিং ইনস্টিটিউটে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন মিমি। সেখানে গ্রুমিং নিয়ে নানা অভিজ্ঞতা শোনা যায় তাঁর মুখে।
ভাইরাল ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, তিনি ক্যাটওয়াক কী সেটাই জানতেন না। 'সম্রাট স্যার' তাঁকে অনেক সাহায্য করেছেন সব কিছুতে। এই ইনস্টিটিউট থেকেই ক্যাটওয়াক, মডেলিংয়ের অ আ ক খ শিখেছেন নায়িকা। তিনি বলেন, "সবাই বলত আমি ছেলেদের মতো হাঁটি। স্যারের জন্যই আমি র্যাম্পে হাঁটতে পেরেছি। মিমির ভিডিও সামনে আসতেই ট্রোলিং শুরু করেন নিন্দুকরা।
প্রসঙ্গত, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও, মূলত ছোট পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মিমি চক্রবর্তী। 'গানের ওপারে'-ধারাবাহিকের পুপে চরিত্রে সকলের মন জয় করেন তিনি। এরপর ২০১২ সালে পরপর দুটি হিট- 'বাপি বাড়ি যাএবং 'বোঝে না সে বোঝে না'। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'তুফান'। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন নায়িকা।