Advertisement

Nusrat Jahan Baby: পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান

Aajtak Bangla | কলকাতা | 26 Aug 2021, 10:28 PM IST

গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কবে মা হচ্ছেন তিনি? সঙ্গে কে থাকবেন? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলি-টলিপাড়া থেকে নেট পাড়ায়। অবশেষে হাজির সেই শুভক্ষণ। অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়েই বুধবার গভীর রাতে কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হল হবু মা নুসরত। আজই তাঁর সি-সেকশন হবে।

নুসরত জাহান - যশ দাশগুপ্ত নুসরত জাহান - যশ দাশগুপ্ত
12:22 PM(4 years ago)

শুরু হয়েছে অপারেশন, মা হওয়ার অপেক্ষায় নুসরত জাহান

Posted by :- soumita

অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের সি-সেকশন শুরু হয়েছে। চিকিৎসক রাজীব আগরওয়ালের টিম করছেন তাঁর অপারেশন। 

11:10 AM(4 years ago)

হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে নুসরত! দুপুরেই আসছে ছোট্ট অতিথি

Posted by :- soumita

আর কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেত্রী - সাংসদ নুসরত জাহানের কোলে আসবে ছোট অতিথি। কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। সবিস্তারে পড়ুন...  

9:48 AM(4 years ago)

নুসরতকে শুভেচ্ছা তারকাদের

Posted by :- soumita

বৃহস্পতিবারই সম্ভবত মা হবেন নুসরত জাহান। এদিন সকালবেলা বহু তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

9:12 AM(4 years ago)

হাসপাতাল থেকে পজিটিভিটির বার্তা হবু মায়ের

Posted by :- soumita

বৃহস্পতিবার সকালে নুসরত তাঁর ইন্সটা প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি দিয়েছেন পজিটিভিটির বার্তা। নায়িকার ক্যাপশনে লেখা আছে, "ভয়কে জয় করে..."। সেই সঙ্গে হ্যাশট্যাগে তিনি যোগ করেছেন 'পজিটিভিটি' ও 'মর্নিং ভাইভস' শব্দ দুটি। 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement
8:06 AM(4 years ago)

পাশে চান যশকে

Posted by :- Abhijit

নুসরত চেয়েছেন, তাঁর প্রসবের সময় যাতে তাঁর বিশেষ বন্ধু যশ পাশে থাকেন। আর তেমনই হয়েছে। যশ ওই হাসপাতালে থাকতে চলেছে বলে জানা গিয়েছে।

7:21 AM(4 years ago)

আজ সকাল ১১টায় তাঁর সি-সেকশন হবে বলে হাসপাতাল সূত্রে খবর

Posted by :- Aniruddha Chakraborty

সূত্রের খবর হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে রয়েছেন সাংসদ অভিনেত্রী। আজ বেলা ১১টা নাগাদ তাঁর সি-সেকশন হবে বলে হাসপাতাল সূত্রে খবর। সেই সময় সেখানে হাজির থাকার কথা অভিনেতা যশ দাশগুপ্তর। 

 

7:10 AM(4 years ago)

নিরাপত্তার চাদরে হাসপাতাল চত্বর

Posted by :- Aniruddha Chakraborty

বুধবার রাত পৌঁনে ১১টা নাগাদ যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন নুসরত। মনে করা হচ্ছে তখনই সমস্ত রকম ফর্মালিটি মেনেই তাঁকে ভর্তি করা হয়েছে। এদিকে, সাংসদ অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। 

Nusrat Jahan Hospital
হাসপাতালে ঢোকার মুহূর্তে
6:46 AM(4 years ago)

গভীর রাতে হাসপাতালে হাজির নুসরত

Posted by :- Aniruddha Chakraborty

গত কয়েকদিনের জল্পনায় ইতি টেনে বুধবার গভীর রাতে হাসপাতালে হাজির হন হবু মা নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। শহরের পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ অভিনেত্রী। শোনা যাচ্ছে আজ বৃহস্পতিবারই তাঁর সি-সেকশন হবে।

Nusrat_Jahan_Hospitalized

 

Advertisement