অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের সি-সেকশন শুরু হয়েছে। চিকিৎসক রাজীব আগরওয়ালের টিম করছেন তাঁর অপারেশন।
আর কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেত্রী - সাংসদ নুসরত জাহানের কোলে আসবে ছোট অতিথি। কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। সবিস্তারে পড়ুন...
বৃহস্পতিবারই সম্ভবত মা হবেন নুসরত জাহান। এদিন সকালবেলা বহু তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নুসরত তাঁর ইন্সটা প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি দিয়েছেন পজিটিভিটির বার্তা। নায়িকার ক্যাপশনে লেখা আছে, "ভয়কে জয় করে..."। সেই সঙ্গে হ্যাশট্যাগে তিনি যোগ করেছেন 'পজিটিভিটি' ও 'মর্নিং ভাইভস' শব্দ দুটি।
নুসরত চেয়েছেন, তাঁর প্রসবের সময় যাতে তাঁর বিশেষ বন্ধু যশ পাশে থাকেন। আর তেমনই হয়েছে। যশ ওই হাসপাতালে থাকতে চলেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে রয়েছেন সাংসদ অভিনেত্রী। আজ বেলা ১১টা নাগাদ তাঁর সি-সেকশন হবে বলে হাসপাতাল সূত্রে খবর। সেই সময় সেখানে হাজির থাকার কথা অভিনেতা যশ দাশগুপ্তর।
বুধবার রাত পৌঁনে ১১টা নাগাদ যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন নুসরত। মনে করা হচ্ছে তখনই সমস্ত রকম ফর্মালিটি মেনেই তাঁকে ভর্তি করা হয়েছে। এদিকে, সাংসদ অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর।
গত কয়েকদিনের জল্পনায় ইতি টেনে বুধবার গভীর রাতে হাসপাতালে হাজির হন হবু মা নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। শহরের পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ অভিনেত্রী। শোনা যাচ্ছে আজ বৃহস্পতিবারই তাঁর সি-সেকশন হবে।