Porimoni: পরীমনির পোস্ট দেখে কাজে ফিরলেন কর্মীরা! এবার কী করলেন নায়িকা?

Porimoni: ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্ছাকে। 

Advertisement
পরীমনির পোস্ট দেখে কাজে ফিরলেন কর্মীরা! এবার কী করলেন নায়িকা?পরীমনি (ছবি: ফেসবুক)

আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni)। এখন দুই সন্তানের মা তিনি। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। 

শুক্রবার কর্মীদের নিয়ে বিশেষ পোস্ট করেছিলেন পরী। কর্মীরা সব ছুটি নিয়েছেন বলেই নিজেই দুই সন্তানের সব কাজকর্ম করতে হচ্ছে তাঁকে। নায়িকার এই পোস্ট দেখে পরের দিনই কাজে ফিরলেন সকলে। খুশি হয়ে তাদের জন্য রাঁধলেন অভিনেত্রী। কী লিখেছেন তিনি? সোশ্যাল পেজে নিজের হাতে বানানো রসগোল্লার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আমার স্টাফরা আমার জান এক একজন। আমার কালকের স্ট্যাটাসে সবাই এসে হাজির! এই খুশিতে আমি তাদের জন্যে মিষ্টি বানালাম... লাইফ ইজ সোওওও রসগোল্লা...।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pori Moni (@pori.moni.902)

 

এর আগে কী লিখেছিলেন তিনি? পরী লেখেন, "এবারের কুরবানি ইদ আমার জন্য নতুন কঠিন এক অভিজ্ঞতা। ঢাকার বাসায় নানুকে ছাড়া প্রথম কুরবানি আমার। এখানের স্বজনরা বলতে কেবল আমার স্টাফরাই। তাদের নিয়েই ইদের দিন পশু কুরবানি করা হল। বেশ আনন্দ ফুর্তিতে ইদ চলে গেল। পরের দিন (সব থেকে পুরনো যিনি আমার সাথে প্রায় ছয় বছর ধরে থাকেন) আন্টি তার ছুটি চাইলেন পাঁচ দিনের জন্যে। দিলাম। ব্যাস এরপরই একজন একজন করে সবার ছুটির আবদারে আমাকে পরতে হল এক ইমোশনাল কারবারে। এখন আমি সবার ছুটির ঘণ্টা বাজিয়ে এক প্রকার একা একাই দুই বাচ্চা সামলাচ্ছি !" 

তিনি আরও লেখেন, "যদিও দু'জন মহিলা আমার সাথে আছেন। একজন অসুস্থ, অন্য জন নতুন বলে অনেক কিছুই বুঝে উঠতে পারছেন না। যাইহোক, আমি পেরে যাচ্ছি এই বড় কথা। এই সাত সকালে মেয়ের ফিডার ক্লিন করতে করতে মনে হল ছেলের তো এসব লাগেনি। তা হলে কোনটা কঠিন ব্রেস্টফিডিং নাকি ফর্মুলা! আসলে কোনটাই সহজ নয়। এনজয় ইয়োর মাদারহুড পরী।" 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pori Moni (@pori.moni.902)

 

প্রায়ই শিরোনামে থাকেন পরীমনি ও তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজ। কর্মের চেয়ে, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তাঁরা। বাংলাদেশের এই তারকা জুটির বিচ্ছেদ হয়েছে প্রায় বছর খানেক আগে। মাঝে নায়িকা মন্তব্য করেছিলেন, 'ও আমার কাছে মৃত...।' কিছুদিন আগে জানা যায়, হঠাৎ এক বছর পর পরীর বাড়িতে যাতায়াত বেড়েছে রাজের। প্রশ্ন ওঠে, তাহলে কি অভিমানের বরফ গলছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?   

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। শোনা যায় গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দুই তারকা। ২০২২ সালের ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। রাজের সঙ্গে বিচ্ছেদের পর, গত মাসে নায়িকার ঘরে আসে তাঁর দত্তক নেওয়া কন্যা সন্তান।  


   

POST A COMMENT
Advertisement