Priyanka- Debasish: টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা- দেবাশীষ, বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে আসছে ছবি

New Bangla Movie: বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে দেশজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। যার আঁচ লেগেছিল পশ্চিমবাংলাতেও। সেই সময়ের প্রেক্ষাপটে এবার তৈরি হবে নতুন বাংলা ছবি।

Advertisement
টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা- দেবাশীষ, বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে আসছে ছবি প্রিয়াঙ্কা সরকার ও দেবাশীষ মন্ডল (ছবি: ফেসবুক)

৬ ডিসেম্বর ১৯৯২। দিনটা স্মরণীয় হয়ে থাকবে ভারতের ইতিহাসে। বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে দেশজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। যার আঁচ লেগেছিল পশ্চিমবাংলাতেও। সেই সময়ের প্রেক্ষাপটে এবার তৈরি হবে নতুন বাংলা ছবি। শঙ্খ ভট্টাচার্যের পরিচালনায়  আসছে নতুন ছবি ‘বাল্মিকী: অ্য সাগা অফ অ্য কমন ম্যান’। প্রথমবার ছবিতে জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা সরকার ও দেবাশীষ মন্ডল।

বর্তমান সময়ে পাপ ও পূণ্য দুটো শব্দ খুব আপেক্ষিক। সমাজে যে মানুষগুলি স্রোতের বিপরীতে হেটে চলে, এই সমাজ কখনও তাদের মেনে নিতে পারে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে ছুড়ে ফেলে দেয়। তেমনই এই ছবির গল্পের প্রেক্ষাপট শুরু হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে। 'বাল্মিকী: অ্য সাগা অফ অ্য কমন ম্যান'-তেও সমাজের রূঢ় বাস্তবকে তুলে ধরবেন পরিচালক।  

ছবিতে প্রিয়াঙ্কা- দেবাশীষ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সুমনা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, সম্রাট বিশ্বাসের মতো শিল্পীরা। দেবাশীষ- প্রিয়াঙ্কা দুই অভিনেতাকেই দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন শুভদীপ কর্মকার। 

এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ হল গান। লালন সাঁইজির গান শোনা যাবে এই ছবিতে। সঙ্গীত পরিচালনা  করছেন দেবজ্যোতি মিশ্র। ছবিটি মুক্তি পাবে প্রিয়ঙ্কনা এন্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স-এর ব্যানারে এবং প্রিয়ঙ্কনা সরকার ও বিশ্বজিৎ পালের প্রযোজনাতে। আগামী সপ্তাহে কলকাতা শহর জুড়ে শুরু হবে ছবির শ্যুটিং ।
 

POST A COMMENT
Advertisement