Prosenjit- Anirban New Movie: কপ- ড্রামার পর এবার থ্রিলারে! ফের জুটিতে প্রসেনজিৎ- অনির্বাণ, পরিচালক কে?

New Bangla Movie: বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের। সেই জল্পনাই সত্যি হল। সফল এই জুটিকে নিয়ে এবার ছবি বানাবেন রাহুল মুখোপাধ্যায়। বুধবার হয়ে গেল ছবির শুভ মহরৎ।      

Advertisement
কপ- ড্রামার পর এবার থ্রিলারে! ফের জুটিতে প্রসেনজিৎ- অনির্বাণ, পরিচালক কে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- অনির্বাণ ভট্টাচার্য (ছবি: সংগৃহীত)

গত পুজোয়, দর্শক পেয়েছিল এক নতুন জুটি। সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি করা কপ ইউনিভার্সে নজর কাড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের। সেই জল্পনাই সত্যি হল। সফল এই জুটিকে নিয়ে এবার ছবি বানাবেন রাহুল মুখোপাধ্যায়। বুধবার হয়ে গেল ছবির শুভ মহরৎ।      

এসভিএফ-র ব্যানারে আসছে এই নতুন থ্রিলার ঘরানার ছবি। শোনা যাচ্ছে, একটি দক্ষিণী ছবির থেকে  অনুপ্রেরণা নিয়েই বাংলা ছবিটি তৈরি হবে। যদিও এখনও ছবিটির নাম চূড়ান্ত হয়নি। তবে ওয়ার্কিং টাইটেল, 'প্রোডাকশন নম্বর: ১৭১'। প্রসেনজিৎ, অনির্বাণ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরীর মতো শিল্পীদের। 

 

 Prosenjit- Anirban

মহরতের তিনি প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন কলাকুশলীরা। জুলাই মাসেই কলকাতা শহরে শুরু হবে এই ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে,সব ঠিক থাকলে, এবছর পুজোতেই দর্শক ফের পর্দাতে দেখতে পাবে প্রসেনজিৎ- অনির্বাণের ম্যাজিক।

 

 Prosenjit- Anirban

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি কাজ। কিছুদিন আগে তাঁর মুক্তিপ্রাপ্ত  ছবি 'অযোগ্য' বেশ প্রশংসিত এবং বক্স অফিসে সফল। এছাড়াও বলিউডেও বেশ কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। এছাড়াও নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপটার'-এও দেখা যাবে টলিউড সুপারস্টারকে। এছাড়াও হিন্দিতে 'নটী বিনোদিনী'-র বায়োপিক করার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে অনির্বাণও এই মুহূর্তে বেশ ব্যস্ত অনেকগুলি কাজ নিয়ে। 

 

 Prosenjit- Anirban

এর আগে 'কিশমিশ' ও 'দিলখুশ'-র মতো ছবি দুটি পরিচালনা করেছেন রাতুল। তবে থ্রিলারধর্মী ছবি পরিচালনা এই প্রথম। ছবির কাস্টিং খুবই ভাল। ফলে সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত ও উত্তেজিত পরিচালক। কেরিয়ারের শুরুর দিকেই এরকম বড় সুযোগ আসা নিঃসন্দেহে বড় পাওনা তাঁর জন্য।    

 

Advertisement

POST A COMMENT
Advertisement