Rahul -Priyanka Love Story: বিয়ে- দূরত্ব- ফের কাছাকাছি, কীভাবে প্রেম হয়েছিল রাহুল- প্রিয়াঙ্কার?

Tollywood Gossips: বেশ কিছু বছর আলাদা থেকে ঝগড়া, কাদা ছোড়াছুড়ির পর, মান- অভিমানের বরফ গলে ফের একসঙ্গে থাকছেন জুটি। এক সঙ্গে সংসার করছেন তারকা জুটি।

Advertisement
বিয়ে- দূরত্ব- ফের কাছাকাছি, কীভাবে প্রেম হয়েছিল রাহুল- প্রিয়াঙ্কার? রাহুল- প্রিয়াঙ্কা (ছবি ইনস্টাগ্রাম)

টলিপাড়ার সমীকরণ বড়ই জটিল। একদিকে যেমন সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়, সেরকম আবার কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াও লাগে। সেরকমই এক জুটি হলেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। বেশ কিছু বছর আলাদা থেকে ঝগড়া, কাদা ছোড়াছুড়ির পর, মান- অভিমানের বরফ গলে ফের একসঙ্গে থাকছেন জুটি। এক সঙ্গে সংসার করছেন তারকা জুটি।

মঙ্গলবার, প্রিয়াঙ্কার সঙ্গে একটু পুরনো ছবি শেয়রা করে 'চিরদিনই তুমি যে আমার'-র স্মৃতিচারণ করলেন রাহুল। যা দেখে, কমেন্ট বক্সে নেটিজেনরা ভালোবাসায় ভরাচ্ছেন। অনেকে আবার আবদার করছেন ফের একসঙ্গে তাঁদের পর্দায় দেখার। কেউ দাবি জানিয়েছেন 'চিরদিনই তুমি যে আমার ২' আনার। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'কচিকাচা সংসদ'। 

 

 

দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও আইনী বিচ্ছেদ হয়নি রাহুল -প্রিয়াঙ্কার। তাঁদের নিয়ে টিনসেল টাউন থেকে শুরু করে নেটমাধ্যমে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন ছাদ আলাদা হলেও, বিভিন্ন উৎসবে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যেত রাহুল -প্রিয়াঙ্কাকে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করতেন একসঙ্গে। তাঁদের একসঙ্গে দেখে, অনেকেই প্রশ্ন তুললেন, তাহলে কী দূরত্ব কমল 'চিরদিনি তুমিই যে আমার'-র কৃষ্ণ -পল্লবীর? এরপর জানা যায়, ছেলে সহজের জন্যেই সম্পর্কটা ফের অনেকটা 'সহজ' হয় টলি জুটির। 

সেসময় সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছিলেন, "যে মামলাটা চলছিল অনেক দিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনও শিফ্‌ট করিনি, তবে খুব শীঘ্রই থাকব একসঙ্গে।" বলাই বাহুল্য, এখবরে সবচেয়ে বেশি খুশি সহজ। বাবা-মা একসঙ্গে থাকবে, এর চেয়ে বেশি আনন্দের কী হতে পারে? এরপর থেকে তাঁদের একসঙ্গে দেখা যায় আরও বেশি। উৎসবের দিনগুলিতেও পরিবারের সঙ্গে একসঙ্গেই কাটান জুটি।  
 
বিচ্ছেদের পর অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কা শিরোনামে আসেন অন্য সম্পর্কে জড়িয়ে। যদিও সেসময় দু'জনের কেউই স্বীকার করেননি, টলিপাড়ায় কানাঘুষো শোনা যেত তাঁদের অন্য সম্পর্কের কথা। ছেলেকে বড় করছেন দু'জনে মিলেই। অভিনয়ের পাশাপাশি সহজকে সময় দেওয়ার চেষ্টা করেন বাবা- মা দু'জনেই। 

Advertisement

প্রসঙ্গত, ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও হিট হয় এই তারকা জুটি। ২০১০ তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে তার সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করলেও, ২০২৩-র মাঝামাঝি সময় থেকে ফের একসঙ্গেই রয়েছেন তাঁরা। 
 

POST A COMMENT
Advertisement