Rahul- Debradrita: এবার পর্দায় জুটিতে রাহুল- দেবাদৃতা, মেগা না সিরিজে দেখা যাবে?

Robe Nirobe Music Video: 'আলোর ঠিকানা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন। তবে পর্দায় একসঙ্গে জুটিতে দেখা যাবে টলিপাড়ার এই জুটিকে। ছোট পর্দা, বড় পর্দা না ওটিটি?     

Advertisement
এবার পর্দায় জুটিতে রাহুল- দেবাদৃতা, মেগা না সিরিজে দেখা যাবে?দেবাদৃতা -রাহুল (ছবি: সংগৃহীত)

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবাদৃতা বসু ও রাহুল দেব বসু। সদ্য ধারাবাহিকের কাজ শেষ করেছেন দু'জনেই। একদিকে যেমন রাহুলের 'দুগ্গামনি ও বাঘমামা' শেষ হয়েছে, অন্যদিকে প্রায় আড়াই বছর পরে শেষ হয়েছে দেবাদৃতার 'মিঠিঝোরা'। 'আলোর ঠিকানা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন। তবে পর্দায় একসঙ্গে জুটিতে দেখা যাবে টলিপাড়ার এই জুটিকে। ছোট পর্দা, বড় পর্দা না ওটিটি?     

শ্যুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটাতেন রাহুল- দেবাদৃতা। অনুগামীরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, কবে জুটিতে দেখা যাবে? এবার তাদের জন্য রয়েছে সুখবর। তবে মেগা, সিরিজ কিংবা ছবিতে নয়। একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে 'রবে নিরবে'। রবি ঠাকুরের এই গানটি গেয়েছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন সামন্তক সিনহা। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পারমিতা বন্দ্যোপাধ্যায়। 

 

Rahul Dev Bose and Debadrita Basu

মিউজিক ভিডিওর গল্প গাঁথা হয়েছে রাজনীতি ও কবিতার মিশেলে। যেখানে নীরবতা তার নিজস্ব গল্প বলে। রাজনৈতিক বিভাজনের কি বিচ্ছিন্ন করতে পারবে তাঁদের? সেই প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই। সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে মিউজিক ভিডিওটি।

Rahul Dev Bose and Debadrita Basu

প্রসঙ্গত, থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু করেন  দেবাদৃতা বসু। এরপর ছোট পর্দায় 'আলো ছায়া', 'জয়ী', 'আলোর ঠিকানা', 'শ্রীকৃষ্ণভক্ত মীরা'-র মতো একাধিক ধারাবাহিকে তাঁকে দেখেছে দর্শক। 'মিঠিঝোরা' মেগাতে নেতিবাচক চরিত্রের মাধ্যমে সকলের মন জয় করেছেন অভিনেত্রী। 

Rahul Dev Bose and Debadrita Basu

অন্যদিকে, একাধিক বাংলা সিরিয়ালের দাপুটে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে রাহুলকে। ‘বাজলো তোমার আলোর বেনু’ থেকে শুরু করে ‘নবাব নন্দিনী’, তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। যদিও তাঁর 'দুগ্গামনি ও বাঘমামা'-তে রাহুল ছিলেন ইতিবাচক চরিত্রে। এছাড়াও 'আয় খুকু আয়' ছবি কিংবা 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' সিরিজে নজর কেড়েছেন অভিনেতা।   


 

POST A COMMENT
Advertisement