Raj- Subhashree Children: একরত্তি বোনুকে কোলে নিয়ে ইউভানের মিষ্টি আদর, রাজ- শুভশ্রীর 'পারফেক্ট' ফ্যামিলি ছবি

Raj- Subhahsree Family: টলিপাড়ার স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুত্র -ইউভান চক্রবর্তী। এখন সেখানে যোগ হয়েছে ছোট্ট ইয়ালিনির নাম। 

Advertisement
বোনুকে কোলে নিয়ে ইউভানের মিষ্টি আদর, রাজ- শুভশ্রীর 'পারফেক্ট' ফ্যামিলি ছবি রাজ- শুভশ্রী- ইউভান ও ইয়ালিনি (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজ- শুভর পরিবারে আসে ছোট্ট ইয়ালিনি। এখন দুই ছেলে- মেয়েকে নিয়ে এই মুহূর্তে সুখের সংসার 'রাজশ্রী'-র। কাজের ব্যস্ততার মধ্যেই বরাবর পরিবারের জন্য কোয়ালিটি টাইম রাখেন টলি নায়িকা। একথা প্রায় সকলেরই জানা। টলিপাড়ার স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুত্র -ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। এখন সেখানে যোগ হয়েছে ছোট্ট ইয়ালিনির নাম। 

ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই, শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ছেলের ছবি। আর এরপর থেকেই নেটিজেনরা মুখিয়ে থাকেন ইউভানের নতুন ছবি- ভিডিওর দিকে। রাজ পুত্রের নানা কাণ্ড দেখে মন ভাল হয়ে যায় সকলের। জন্মের পর প্রায় ১০ মাস ইয়ালিনির বিভিন্ন ঝলক সকলের সঙ্গে ভাগ করলেও, তাঁর মুখ দেখাননি 'রাজ-শুভশ্রী'। তবে গত ১২ সেপ্টেম্বর ইউভানের জন্মদিনে, ইয়ালিনির মুখ দেখান নায়িকা। সোশ্যাল পেজে শেয়ার করেন ভাই- বোনের আদুরে ছবি।

 ইউভানের জন্মদিনে বিশেষ শ্যুট করেন রাজ- শুভশ্রী। দুই ছেলে- মেয়েকে নিয়ে তারকা জুটির ফটোসেশন নজর কাড়ছে নেটিজেনদের। ছবিগুলি দেখে মনে হচ্ছে একেবারে 'পিকচার পারফেক্ট ফ্যামিলি'। সকলেই কমেন্টবক্স ভরাচ্ছেন ভার্চুয়াল- শুভেচ্ছে ও আদরে।  

 

 

মেয়েকে নিয়ে সম্প্রতি ফটোশ্যুট করেন নায়িকা। এর আগে সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেছিলেন, ইয়ালিনি নাকি ইউভানের একেবারে কার্বন কপি। ছেলের ছোটবেলার মতো মেয়েরও ঝাঁকড়া চুল। ভাই-বোনকে একই রকম দেখতে। অভিনেত্রীর মুখে শোনা যায়,'আমি তিন বছরের ব্যবধানে যমজ বাচ্চার জন্ম দিয়েছি'। 

 

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি 'বাবলি'। সাহিত্য নির্ভর ছবি বানিয়েছিলেন রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস 'বাবলি'-র গল্প অবলম্বনে তৈরি হয় নতুন এই ছবিটি। দ্বিতীয় সন্তানের জন্মের পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। এবার তিনি জুটি বাঁধেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। যদিও সেসময় আরজি করের ঘটনার জেরে বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি এই ছবি। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement