scorecardresearch
 

Raj- Subhashree- Yaalini: ইয়ালিনীর ১ এক বছর, ইস্কন থেকে সাধুরা আসছেন! বিশেষ আয়োজনে রাজ- শুভশ্রী

Tollywood Star Kid: মেয়ের জীবনের বিশেষ দিনটা আসলে তারকা জুটির জন্যও খুবই স্পেশাল। সোশ্যাল পেজে একগুচ্ছ অদেখা আদুরে ছবি শেয়ার করলেন রাজ- শুভশ্রী। 

Advertisement
রাজ- শুভশ্রী- ইউভানের সঙ্গে ইয়ালিনি রাজ- শুভশ্রী- ইউভানের সঙ্গে ইয়ালিনি

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ- শুভর পরিবারে আসে ছোট্ট ইয়ালিনি। আজ, ৩০ নভেম্বর, এক বছরে পা দিল চক্রবর্তী পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য। মেয়ের জীবনের বিশেষ দিনটা আসলে তারকা জুটির জন্যও খুবই স্পেশাল। সোশ্যাল পেজে একগুচ্ছ অদেখা আদুরে ছবি শেয়ার করলেন রাজ- শুভশ্রী। 

মেয়ের জন্মের প্রায় দশ মাস পরে, গত সেপ্টেম্বর মাসে, ইউভানের জন্মদিনে একরত্তির মুখ সকলকে দেখান শুভশ্রী। এরপর থেকে প্রায়ই সোশ্যাল পেজে আদুরে ছবি, ভিডিও সকলের সঙ্গে ভাগ করেন রাজ- ঘরণী। কিছুদিন আগে সামনে আনেন, মায়ের শ্যুটিং ফ্লোরে হাজির ইয়ালিনি। নায়িকার রূপটান করার দায়িত্ব সরাসরি নিয়েছিল সে। ভিডিওতে দেখা যায়, হাতে মেকআপ ব্রাশ নিয়ে মাকে সাজাতে চেষ্টা করছে সে। পাশে রয়েছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। দেখে যেন মনে হচ্ছে, টলিপাড়ার নতুন স্টারকিডকে এখন থেকেই প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। 

 

 

ইয়ালিনির জন্মদিনের তার বাবা- মায়ের শেয়ার করা ছবিতে যাচ্ছে, একেবারে ওটিতে লেন্সবন্দি করা জন্মের পরের মুহূর্ত। কোনও ছবিতে ঠাম্মার কোলে তো, কোনওটাতে দাদা- ইউভানের কোলে। রাজ ক্যাপশনে লিখেছেন, 'আমার সবচেয়ে অমূল্য সম্পদ...।' ছবিগুলি দেখে নেটিজেন থেকে শুরু করে অন্যান্য তারকারা আদরে ভরিয়েছে টলিপাড়ার এই স্টারকিডকে। 

Advertisement

 

 

রাজ- শুভ দু'জনেই চেয়েছিলেন দ্বিতীয় সন্তান মেয়ে হোক। তাঁদের সেই আশা পূরণ হয়েছে। ইউভান পেয়েছে ছোট্ট বোন। 'রাজশ্রী' তাঁদের মেয়ের নাম রাখেন ইয়ালিনী (Yaalini)। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী দেবী সরস্বতীর আরেক নাম- 'ইয়ালিনী'। যেহেতু, রাজ- শুভশ্রীর প্রথম সন্তানের নাম ইউভান। মনে করা হচ্ছে, ইংরাজি অক্ষর 'ওয়াই'(Y) বা বাংলা 'ই', জুটির জন্য শুভ।        

 
   

Advertisement