Rukmini Maitra: নতুন সফর শুরু করলেন রুক্মিণী! 'হাঁটি হাঁটি পা পা' করে কোন পথে হাঁটছেন?

Rukmini Maitra's New Film: বলা যায়, একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। এবার সে তালিকায় যুক্ত হতে চলেছে আরও নতুন চ্যালেঞ্জিং কাজ। আসছে রুক্মিণীর 'হাঁটি হাঁটি পা পা'। ইতিমধ্যে প্রকাশ্যে আসা প্রথম মোশন টিজার আলোচনায়।   

Advertisement
নতুন সফর শুরু করলেন রুক্মিণী! 'হাঁটি হাঁটি পা পা' করে কোন পথে হাঁটছেন?  রুক্মিণী মৈত্র

একের পর এক চ্যালেঞ্জ নিয়ে নিত্য নতুন চরিত্রে সকলের সামনে আসছেন দেব। কিছুটা সেই পথেই হাঁটছেন তাঁর গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র। সত্যবতীর পরে বিনোদিনীর চরিত্রে তিনি ধরা দেবেন খুব শীঘ্রই। এদিকে ইতিমধ্যেই নায়িকা সকলের মনে জায়গা করে নিয়েছেন 'বুমেরাং'-এ নিশা কিংবা পুজোয় মুক্তিপ্রাপ্ত 'টেক্কা'-তে মায়া চরিত্রে। বলা যায়, একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। এবার সে তালিকায় যুক্ত হতে চলেছে আরও নতুন চ্যালেঞ্জিং কাজ। আসছে রুক্মিণীর 'হাঁটি হাঁটি পা পা'। ইতিমধ্যে প্রকাশ্যে আসা প্রথম মোশন টিজার আলোচনায়।   

অর্ণব মিদ্যার পরিচালনায় এক চিরন্তন সম্পর্ক ও ভালোবাসার গল্পের নায়িকা এবার রুক্মিণী মৈত্র। তবে সে ভালোবাসা সমবয়সী নারী- পুরুষের প্রেম নয়। বরং যে সম্পর্কগুলি সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সকলের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে হয়তো সব থেকে বেশি অবহেলিত উপেক্ষিত। প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেই ভালোবাসার কথা তুলে ধরা হবে ছবিতে। 

যে গাছের গোড়ায় ভালোবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে,যে গাছ অলক্ষ্যে অযত্নেও ফুল ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলি সেসব সম্পর্কেও রোজ ভালোবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানা পোড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের ওপর থেকে ধুলোবালির চাদর আলতো হাতে সরিয়ে, আদর যত্ন ভালোবাসার আলপথ ধরে হেঁটেই হাঁটি হাঁটি পা পা করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে।

 

 

এই গল্পের চরিত্রগুলো যেন রোজকার ডালভাতের তরল জীবনে ঠিক হাসি কান্না সুখ দুঃখের পাঁচমেশালি তরকারি, যারা তাতে ভালোবাসার লবণ টুকু কম নয় আবার বেশীও নয় একদম ঠিক ঠিক মাপে মেশাতে পারে কিনা সেই ভারসাম্যের পরীক্ষার মুখে এসে বারবার দাঁড়ায়। তবে রুক্মিণী ছাড়া আর কারা থাকবেন, তা এখনও জানান যায়নি। আগামী বছর গ্রীষ্মেই মুক্তি পাবে ছবিটি।

Advertisement

নতুন ছবি নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ উৎসাহিত রুক্মিণী। অভিনেত্রী জানালেন, "হাঁটি হাঁটি পা প’-র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়।  তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটা ছেঁড়ার পরে আজ আমার সত্যিই খুব ভাল লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি। এছাড়া অর্ণবের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে , সংবেদনশীল মানুষ, আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে। ওর আগের ছবিগুলোও আমার ভাল লেগেছে। আশা করি একটা ভাল সিনেমা হতে চলেছে যা অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে।" 

 

 

প্রসঙ্গত, রুক্মিণীর হাতে রয়েছে বেশ কয়েকটি বড় কাজ। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় নটি বিনোদিনী হয়ে উঠছেন রুক্মিণী মিত্র। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও প্রমোদ ফিল্মসের প্রযোজনাতেই এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগে আসছে  'বিনোদিনী একটি নটীর উপখ্যান'। এছাড়াও এবার দ্রৌপদী রূপে দেখা যাবে নায়িকাকে। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে যুক্ত রয়েছেন দেবও। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই নতুন ছবি। জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস 'ইয়াজনাসেনি' অবলম্বনে তৈরি হয়েছে  ছবির চিত্রনাট্য। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে মহাভারত-র কাহিনি, এবার বড় পর্দায় তুলে ধরবেন রামকমল মুখোপাধ্যায়।   

 

POST A COMMENT
Advertisement