scorecardresearch
 

Saralakkha Holmes: এবার টলিপাড়ায় শার্লক হোমস! সরলাক্ষ রূপে আসছেন ঋষভ

Saralakkha Holmes: এবার টলিপাড়ায় আগমন হচ্ছে হোমসের। শার্লক হোমসের আদলে তৈরি চরিত্র হলেও, চিত্রনাট্যের স্বার্থে পাল্টানো হবে কিছু জিনিস।

Advertisement
সরলাক্ষ হোমসের চরিত্রে অভিনয় করবেন ঋষভ বসু সরলাক্ষ হোমসের চরিত্রে অভিনয় করবেন ঋষভ বসু

বইয়ের পাতায় তো বটেই, বড় পর্দা বা সিরিজেও শার্লক হোমস (Sherlock Holmes) বরাবর হিট। গোটা বিশ্বে এই গোয়েন্দা অত্যন্ত প্রিয় সকলের। তবে ভারতে কেন শার্লক হোমসকে নিয়ে কোনও ছবি হচ্ছে না, তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন ছিল বহুদিন ধরেই। এবার টলিপাড়ায় আগমন হচ্ছে হোমসের। সায়ন্তন ঘোষালের (Sayantan Ghosal) পরিচালনায়, এসকে মুভিজের (Eskay Movies) প্রযোজনায় আসছে, হোমসের আদলে তৈরি চরিত্র সরলাক্ষ হোমস (Saralakkha Holmes)। আর্থার কোনার ডোয়েলের (Arthur Conan Doyle) লেখা 'দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস (The Hound Of The Baskervilles) থেকেই এছবির গল্প সাজাচ্ছেন পরিচালক। 

শার্লক হোমসের আদলে তৈরি চরিত্র হলেও, চিত্রনাট্যের স্বার্থে পাল্টানো হবে কিছু জিনিস। শোনা যাচ্ছে, ছবির মূল চরিত্র সরলাক্ষ হোমস, কলকাতায় বড় হলেও কর্মসূত্রে থাকে লন্ডনে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। এছাড়া গল্পটি অবলম্বন করেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 'সরলাক্ষ হোমস'-এ থাকবে নজরকাড়া অ্যাকশন দৃশ্য যা, বিদেশী একজন অ্যাকশন ডিরেক্টর সাজাচ্ছেন।       

আরও পড়ুন:  মিঠাইয়ের সাধভক্ষণ অনুষ্ঠান! পাশে রয়েছে উচ্ছেবাবুও, ধারাবাহিকে নয়া মোড়

গোয়েন্দা সরলাক্ষর চরিত্রে অভিনয় করবেন ঋষভ বসু (Rishav Basu)। এছাড়া ডক্টর ওয়াটসনের আদলে তৈরি চরিত্রে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শতাফ ফিগারের মতো অভিনেতাদের। সব ঠিক থাকলে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং।      

আরও পড়ুন:  বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করে এবার ওটিটি-তে 'ব্রহ্মাস্ত্র'!

ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র- শার্লক হোমস। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডোয়েল। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন- ভিত্তিক 'পরামর্শদাতা গোয়েন্দা'। কোনান ডোয়েল, হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোট গল্প লিখেছেন। 

Advertisement

আরও পড়ুন: বাস্তবে ভূতে বিশ্বাসী সত্যম -সুরঙ্গনা? 'বল্লভপুরের রূপকথা'-র আড্ডায় দুই অভিনেতা 

প্রসঙ্গত, সায়ন্তন ঘোষাল পরিচালিত 'গোরা', 'ইন্দু' ও 'সম্পূর্ণা' ওয়েব সিরিজগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বড় পর্দায় তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি 'স্বস্তিক সংকেত'। এমনিতেই সায়ন্তনের ছবি মানেই প্রত্যাশা থাকে দর্শকদের, তার উপর আবার শার্লক হোমসের উপর প্রথম বাংলা ছবি। বলাই বাহুল্য, সকলেই মুখিয়ে থাকবেন এছবির দিকে।  

 

Advertisement