Satyajit Ray Grandson Wedding: চুপিসারে বিয়ে সারলেন সন্দীপ পুত্র! সত্যজিতের নাতবউ কে?

Satyajit Ray Grandson Wedding: টলিপাড়াতেও একের পর এক তারকার বিয়ের পিঁড়িতে বসার খবর মিলছে। এবার সানাই বেজেছে রায় বাড়িতে। চুপিসারে বিয়ে সারলেন সত্যজিৎ রায়ের নাতি।

Advertisement
চুপিসারে বিয়ে সারলেন সন্দীপ পুত্র! সত্যজিতের নাতবউ কে?  সত্যজিৎ রায়ের পরিবারের ছবি (বাঁ দিকে), সৌরদীপ- সৃজাতা (ডান দিকে)

চলছে বিয়ের মরসুম। টলিপাড়াতেও একের পর এক তারকার বিয়ের পিঁড়িতে বসার খবর মিলছে। এবার সানাই বেজেছে রায় বাড়িতে। চুপিসারে বিয়ে সারলেন সত্যজিৎ রায়ের নাতি। বান্ধবী সৃজাতার সঙ্গে আইনি বিয়ে সেরেছেন সন্দীপ রায় ও ললিতা রায়ের একমাত্র সন্তান- সৌরদীপ। 

বিয়ের কথা কাকপক্ষীতেও টের পায়নি। তবে রিসেপশন হবে কিছুটা ধুমধাম করেই। ১ মার্চ টলি ক্লাবে আয়োজন হয়েছে রিসেপশন পার্টির। যেখানে উপস্থিত থাকবে ইন্ডাট্রির কলাকুশলীরা। কীভাবে আলাপ হল সৌরদীপ-  সৃজাতার? আসলে একসঙ্গে ইনটার্নশিপ করেছেন দু'জনে। একটি রেডিও চ্যানেলের কাজে সৌরদীপ গবেষণায় সহযোগিতা করেন। সৃজাতা সেখানে বেশ কিছু সাক্ষাৎকার নেন। সেখানেই আলাপ এবং ধীরে ধীরে গভীর বন্ধুত্ব। যা পরবর্তীকালে এগোয় সম্পর্কের দিকে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষমেশ পূর্ণতা পেল। 

বেহালার বাসিন্দা ছিলেন সৃজাতা। বর্তমানে তারা সংসার পেতেছেন বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। তবে দুই বাড়িতেই সমান যাতায়াত রয়েছে সত্যজিতের নাতবউয়ের। বিয়ে হলেও, কর্ম ব্যস্ততার জন্যে এখনই মধুচন্দ্রিমায় যেতে পারছেন না নবদম্পতি। পরে সময়- সুযোগ করে যাবেন। তবে সংবাদমাধ্যমকে সন্দীপ পুত্র বলেন, "আমাদের শোরগোল ভাল লাগে না। ব্যক্তিগত ঘটনা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছি। আলাদা করে কোনও অনুষ্ঠান হবে না।"   
  
প্রসঙ্গত, প্রথমে স্থির চিত্রগ্রাহক হিসাবে কাজ শুরু করেন সৌরদীপ। সন্দীপের বহু ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এখন পরিচালককে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি। সব ঠিক থাকলে আগামী মে মাসে আসবে সন্দীপের ছবি 'নয়ন রহস্য'। এই প্রোজেক্টের সঙ্গেও জড়িত রয়েছেন সৌরদীপ। 

 

POST A COMMENT
Advertisement