Sauraseni Maitra: আবীর-শুভশ্রীর সঙ্গে রাজের ছবিতে নাম জুড়ল সৌরসেনীর? টলিপাড়ার অন্দরের খবর...

Tollywood News: দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। এবার তিনি জুটি বাঁধবেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ছবি ঘিরে সকলের কৌতূহল অনেকটাই রয়েছে। 

Advertisement
আবীর-শুভশ্রীর সঙ্গে রাজের ছবিতে নাম জুড়ল সৌরসেনীর? টলিপাড়ার অন্দরের খবর... সৌরসেনী মৈত্র (ছবি: ফেসবুক)

বছরের প্রথম দিনই নতুন ছবির ঘোষণা করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার সাহিত্য নির্ভর ছবি বানাবেন রাজ। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস 'বাবলি'-র গল্প অবলম্বনে তৈরি হবে নতুন এই ছবিটি। দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। এবার তিনি জুটি বাঁধবেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ছবি ঘিরে সকলের কৌতূহল অনেকটাই রয়েছে। 

এদিকে টলিপাড়ার অন্দরের খবর, 'বাবলি'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সৌরসেনী মৈত্র। প্রেমের উপন্যাস 'বাবলি'-র গল্প, মূলত তিনটি চরিত্রের সমীকরণ নিয়ে এগোয়। আবীর, শুভশ্রী ছাড়া তৃতীয় চরিত্রটি সৌরসেনী কি না, তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে  নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-র শ্যুটিংয়ে ব্যস্ত সৌরসেনী। শোনা যাচ্ছে, এই ছবির শ্যুটিং শেষ হলেই, 'বাবলি'-র প্রস্তুতি শুরু করবেন তিনি। জল্পনা যদি সত্যি হয়, রাজের পরিচালনায় এটাই সৌরসেনীর প্রথম কাজ।

অন্যদিকে প্রথমবার জুটিতে দেখা যাবে আবীর- শুভশ্রীকে। এর আগে রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না' ছবিতে দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর, আবার রাজের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা। 'বাবলি' আসার খবর চাউর হতেই, এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে বেশ ভালই উৎসাহ দেখা যাচ্ছে।   

প্রসঙ্গত, এর আগে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় 'পরিণীতা', 'হাবজি গাবজি', 'ধর্মযুদ্ধ'- মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। আগের তিনটি ছবিই বেশ প্রশংসিত। তাই তাঁদের ফের একসঙ্গে নতুন ছবি আসা মানেই, দর্শকদের যে উৎসাহ- আগ্রহ অনেকটাই থাকবে, তা আর বলতে বাকি রাখে না। 

 

POST A COMMENT
Advertisement