রিচার প্রেমে পড়েছেন শন! গাইছেন "তেরা মেরা রিস্তা"

ভালবাসা দিনক্ষণ, বয়স দেখে হয় না। আর চেনা সিলেবাসের বাইরে যে প্রেমগুলো, সেই বেনামী সম্পর্কগুলো তো নাই... এই রকমই এক ভালবাসার গল্প 'তেরা মেরা রিস্তা' (Tera Mera Rishta)। গল্পের মূল চরিত্র অভিনেতা শন ব্যনার্জী (Sean Banerjee) এবং মিসেস ইন্ডিয়া ইউনিভার্স (২০১১) ও  অভিনেত্রী রিচা শর্মা (Richa Sharma)। প্রকাশ্য এল ডেভিড অ্যান্ড গোলিয়াথ (David And Goliath)প্রযোজিত এই মিউজিক ভিডিও, যেখানে ডেবিউ করেছেন সঙ্গীতশিল্পী ওম (Om)।

Advertisement
রিচার প্রেমে পড়েছেন শন! গাইছেন "তেরা মেরা রিস্তা"শন ব্যনার্জী এবং রিচা শর্মা
হাইলাইটস
  • নতুন করে প্রেমে পড়েছেন শন ব্যনার্জী।
  • সম্পর্কে রয়েছেন রিচা শর্মা সঙ্গে।
  • আজতক বাংলা-কে জানালেন সেই কথা।

ভালবাসা দিনক্ষণ, বয়স দেখে হয় না। আর চেনা সিলেবাসের বাইরে যে প্রেমগুলো, সেই বেনামী সম্পর্কগুলো তো নাই... এই রকমই এক ভালবাসার গল্প 'তেরা মেরা রিস্তা' (Tera Mera Rishta)। গল্পের মূল চরিত্র অভিনেতা শন ব্যনার্জী (Sean Banerjee) এবং মিসেস ইন্ডিয়া ইউনিভার্স (২০১১) ও  অভিনেত্রী রিচা শর্মা (Richa Sharma)। প্রকাশ্য এল ডেভিড অ্যান্ড গোলিয়াথ (David And Goliath)প্রযোজিত এই মিউজিক ভিডিও, যেখানে ডেবিউ করেছেন সঙ্গীতশিল্পী ওম (Om)। 

৬.৩৫ মিনিটের এই মিইজিক ভিডিওতে শুধু গান নয়, দর্শকেরা দেখতে পাবেন একটি ভাসবাসার গল্প। সুন্দর করে গল্পটি গেঁথেছেন অর্থাৎ মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন সৌম্যজিৎ আদক (Soumyajit Adak)।  'তেরা মেরা রিস্তা' গানটির গীতিকার ও গায়ক ওম নিজেই। মাত্র ১৬ বছর বয়সী এই তরুণের গলা শুনলে তা বোঝা মুশকিল। ওমের গায়কী শুনেই প্রোজেক্টটা করতে রাজি হয়ে যান ডেবিড এবং গোলিয়াথ ফিল্মসের লাল ভাটিয়া ও ইমরান জাকি।

কর্পোরেটে চাকুরীরতা এক ছেলে, তাঁর সিনিয়ারের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। প্রথম ছোঁয়া, একসাথে যাতায়াত, কাজ, এভাবেই এগোতে থাকে বেশ কিছুদিন। এরপরই তাঁর সামনে আসে জীবনের এক অন্য সত্যি। ফ্যান্টাসি এবং রিয়েল লাইফের মধ্যখানে এসে দাঁড়ায় সে...এটাই এই মিউজিক ভিডিওর মূল গল্প।

রিচা শর্মা আজতক বাংলা-কে জানালেন, "এর আগেও শনের সঙ্গে একটা অন্য শ্যুট করেছিলাম। তখন দর্শকেরা আমাদের জুটিকে খুব পছন্দ করেছিল। গানটা এতটাই ভাল যে শ্যুটিং করার সময় আমাদের গানটা মুখস্ত হয়ে গিয়েছিল। আমরা তখনই জানতাম এটা দর্শকদেরও খুব ভাল লাগবে। কথা দিচ্ছি এরপরেও দর্শকদের ভাল লাগলে এরকম আরও বিভিন্ন চমক নিয়ে আসবো সকলের জন্যে"। 

আরও পড়ুন Mismatched: সব সম্পর্কের 'হ্যাপি এন্ডিং' হয় না! দেখুন কতটা সফল প্রাজাক্তা-রোহিত

ডাঃ উজান চ্যাটার্জী ওরফে শন ব্যানার্জির অনেক মেয়েদেরই হার্টথ্রব। জনপ্রিয় বাংলা সিরিয়াল 'এখানে আকাশ নীল'- শেষ হওয়ার পর কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। এবার দর্শকেরা তাঁকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এক রূপে। 'তেরা মেরা রিস্তা' মিউজিক ভিডিও সম্পর্কে শন জানালেন, "এই প্রজেক্টটির সবচেয়ে ভাল দিক হল পুরো টিমটাই একটা পরিবারের মতো। এই ধরনের কাজ আমি আগে কখনও করিনি, যেখানে একটা ছেলে তাঁর থেকে বয়সে বড় কোনও মহিলার প্রেমে পড়ছে। তাই পুরো কাজটাই খুব ভাল লেগেছে। রিচা ও টিমের অনেকেই আমার মেন্টর ছিলেন আগে। তাঁদের সঙ্গে কাজ করার অনুভূতিও দারুণ। আশা করি দর্শকদের খুব ভাল লাগবে।" 

Advertisement

 


এরপর সঙ্গে কবে দর্শকেরা কবে ফের পর্দায় দেখতে পাবেন শনকে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানালেন, "আমি আসলে একটু অন্যরকম এবং চ্যালেঞ্জিং কোন চরিত্রের অপেক্ষা করছি। অনেকগুলো অফার আসছে ঠিকই। তবে যেই মুহূর্তে আমি মনের মতো কোনও চরিত্র পাবো, আবার কাজ শুরু করবো"।  

অন্যদিকে রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির শ্যুটিং সেরে গত অক্টোবর মাসে দার্জিলিং থেকে ফিরেছেন রিচা শর্মা। হাতে রয়েছে আরো তিনটে বড় কাজ, যেগুলো ক্রমশ প্রকাশ্য।

POST A COMMENT
Advertisement