Solanki Roy on Casting Couch: 'একটু খাঁজ থাকা দরকার...,' কাস্টিং কাউচেরও শিকার হয়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন শোলাঙ্কি

Actress Solanki Roy: কিছুদিন আগে থেকে স্টুডিও পাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক হবে তাঁর। তবে কাজের খবর ছাড়াও, আরও একটি কারণে হঠাৎ শিরোনামে নায়িকা। গ্ল্যামার দুনিয়ার আড়ালে ঠিক কতটা অন্ধকার, সেই রূঢ় বাস্তব নিয়ে মুখ খুলেছেন শোলাঙ্কি। 

Advertisement
কাস্টিং কাউচেরও শিকার হয়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন শোলাঙ্কিশোলাঙ্কি রায় (ছবি: ফেসবুক)

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। টেলিভিশনের পাশাপাশি ওটিটি, বড় পর্দাতেও কাজ করে সকলের মন জয় করেছেন তিনি। কিছুদিন আগে থেকে স্টুডিও পাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক হবে তাঁর। তবে কাজের খবর ছাড়াও, আরও একটি কারণে হঠাৎ শিরোনামে নায়িকা। গ্ল্যামার দুনিয়ার আড়ালে ঠিক কতটা অন্ধকার, সেই রূঢ় বাস্তব নিয়ে মুখ খুলেছেন শোলাঙ্কি। 

সম্প্রতি একটি পডকাস্টে এসে ইন্ডাস্ট্রি থেকে বিনোদন দুনিয়ার হাল- হকিকত নিয়ে কথা বলেছেন শোলাঙ্কি রায়। শেয়ার করেছেন, নিজের নানা সিক্রেটস। বর্তমান সময় নিজেকে আরও 'সুন্দর' করে তুলতে লিপ ফিলার, নোস জব সহ শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচারের ঝুঁকি নিচ্ছেন অভিনেতারা।  তবে শোলাঙ্কি দাবি করেন, তিনি কখনও নিজের মুখে কোনও ইনজেকশন নেননি। এমনকী কোনও রকম কসমেটিক সার্জারির পথেও হাঁটেননি। এর জন্যে তাঁকে বহুবার কটূকথা শুনতে হয়েছে। শোলাঙ্কি বলেন, "অনেকেই বলেন আমার মুখ টিভির তুলনায় সিনেমায় দেখতে খারাপ লাগে। আসলে মুখে তো কখনও কিছু করাইনি, ইনজেকশন নিইনি। তাই হয়তো।"   

Solanki Roy

অভিনেত্রী বলেন, বারবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি। এর জন্যে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন। অভিনেত্রীর কথায়, "অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন, আমি এত রোগা হয়ে গেছি কেন। যেন এটা কোনও নতুন ব্যাপার। আমি তো ছোটবেলা থেকেই এমন।" 

শুধু তাই নয়, কাস্টিং কাউচেরও শিকার হতে হয় তাঁকে। এক পরিচালক শোলাঙ্কিকে সরাসরি পরামর্শ দিয়েছিলেন ব্রেস্ট সার্জারির। অভিনেত্রী জানান, "নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার। এই কথাটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। যদিও আমি যথেষ্ট ম্যাচিওর ছিলাম, তাই কথাটা এড়িয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু ভাবুন তো, এই কথাটা যদি কোনও নতুন বা কম বয়সি মেয়ে শুনত... কতটা ভেঙে পড়ত সে। আজও সেই ঘটনা মাথায় গেঁথে আছে। প্রভাব তো ফেলেছিলই, না হলে এতদিন পরেও এটা নিয়ে বলতাম না। বাইরে থেকে শুনলেই একরকম লাগে, কিন্তু ভিতরে ভিতরে যে কী যন্ত্রণা হয়, সেটা শুধু মেয়েরাই বোঝে।" 

Advertisement

 

Solanki Roy

প্রসঙ্গত,  শোলাঙ্কি রায়কে শেষ 'গাঁটছড়া' ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি-র কাজে। মাঝে বি-টাউনে কাজ করার চেষ্টা করছিলেন। 'গাঁটছড়া' ছাড়াও এর আগে 'ইচ্ছে নদী', 'প্রথমা কাদম্বিনী', 'ফাগুন বউ'-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন শোলাঙ্কি রায়। এছাড়াও 'বাবা বেবি ও' ও 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে সকলের মন করেছেন অভিনেত্রী। 


 

POST A COMMENT
Advertisement