Soumitrisha Kundu: অসুস্থ সৌমিতৃষা! 'দিদি' মমতার উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা, এখন কেমন আছেন?

Soumitrisha Kundu: ৬ নভেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে হবে উদ্বোধন হবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিনের অনুষ্ঠানে সামিল হতে পারবেন না সৌমিতৃষা। এজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। এখন কেমন আছেন?  

Advertisement
অসুস্থ সৌমিতৃষা! 'দিদি' মমতার উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা, এখন কেমন আছেন?  অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু

বছরটা খারাপ যাচ্ছে সৌমিতৃষা কুণ্ডুর। ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানালেন পর্দার মিঠাই। ৬ নভেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে হবে উদ্বোধন হবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিনের অনুষ্ঠানে সামিল হতে পারবেন না সৌমিতৃষা। এজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। এখন কেমন আছেন?  

এবছরই কিডনিতে স্টোন হওয়ার জন্য দীর্ঘদিন ভুগেছিলেন। কিছুটা সুস্থ হয়েই ফিরেছিলেন 'কালরাত্রি ২' সিরিজের শ্যুটে। ৪ নভেম্বর এসআইআর (SIR) নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মহা মিছিলে আরও একঝাঁক টলি তারকাদের সঙ্গে সৌমিতৃষাকেও  হাঁটতে দেখা গিয়েছিল। এমনকী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পিছনেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। শরীর খারাপ নিয়েই কি তিনি ওখানে সামিল হয়েছিলেন? তা এখনও জানা যায়নি। অসুস্থ থাকার জেরে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন:  শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! কখন, কোথায় কোন ছবি দেখবেন?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সৌমিতৃষা লেখেন, "আমি ম্যালেরিয়া আক্রান্ত। চিকিৎসা চলছে। দুর্ভাগ্যবশত আমি এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না। দিদি,আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রতি বছর এভাবে সবটা আয়োজন করার জন্য।" এই পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী আরোগ্য কামনা করেছেন তাঁর প্রচুর অনুগামীরা। 

 

 

আরও পড়ুন:  কতটা হিট বা ফ্লপ? জানুন গত ৫ বছরে জিতের কোন ছবি বক্স অফিসে কেমন আয় করেছে

প্রসঙ্গত, বাংলা বিনোদন জগতের চেনা মুখ সৌমিতৃষা। ছোট পর্দা- বড় পর্দার পরে, ওটিটিতেও কাজ করছেন নায়িকা। তিনি অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। 

Advertisement

আরও পড়ুন: 'ডাইনি' রূপে সামনে এলেন! চিনতে পারছেন এই টলি নায়িকাকে?

'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ সৌমিতৃষার। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়। এরপর '১০-ই জুন' ছবিতে সৌরভ দাসের বিপরীতে কাজ করেন তিনি। যদিও পরে নির্মাতাদের সঙ্গে তাঁর সমস্যা হয়। গত বছর 'কালরাত্রি' ওয়েব সিরিজে কাজ করেন। এবছরই স্ট্রিমিং হবে 'কালরাত্রি ২'।   

 

POST A COMMENT
Advertisement