scorecardresearch
 

Swastika Mukherjee Exclusive: টলিউডে একের পর এক 'মি টু' অভিযোগ! স্বস্তিকাও মুখোমুখি হয়েছেন?

Swastika Mukherjee: এক দিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝড়, অন্যদিকে, হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতের উত্তাল পরিস্থিতি। টলিপাড়াতেও একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসে। উঠে আসছে 'মি টু' অভিযোগ।

Advertisement
স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায়

শুরু থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীরাও। শুধু টলিউড না, সরব হয় বলিউডও। তবে অন্যান্য বহু ইন্ডাস্ট্রির মতো এই ঘটনার অনেকটাই প্রভাব পড়েছে টলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় বা পথে নেমে 'জাস্টিস' চাওয়াতেই শুধু থেমে নেই স্টুডিওপাড়া। স্থগিত রয়েছে একাধিক ছবির টিজার, ট্রেলার মুক্তি। ১৪ অগাস্ট 'রাত দখল' কর্মসূচি থেকেই একেবারে সক্রিয়ভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যাচ্ছে সুদীপ্তা চক্রবর্তীকে। বার বার বিভিন্ন প্রতিবাদী মিছিলেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার মজার ছলে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন সুদীপ্তা।

এক দিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝড়, অন্যদিকে, হেমা কমিটির রিপোর্ট  (Hema Committee Report) ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতের উত্তাল পরিস্থিতি। টলিপাড়াতেও একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসে। উঠে আসছে 'মি টু' অভিযোগ। যদিও টলিপাড়ায় এই ধরণের হেনস্থার ঘটনা নতুন নয়। বহু ক্ষেত্রে কোনও মহিলারা এগিয়ে এসে অভিযোগ করতে ভয় পান। আরজি করের ভয়াবহ অভিজ্ঞতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ২০২৪ সালে এসেও, মহিলাদের অবস্থান ঠিক কোথায়। টলিউডের মহিলা কর্মীরা সম্প্রতি একজোট হয়ে প্রশ্ন তুলেছেন 'সিস্টেম'-র বিরুদ্ধে, গঠিত হয়েছে উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স প্লাস (Womens' Forum for Screen Workers+)। 

টলিপাড়ায় বছরের পর বছর হয়ে চলা অন্যায়, হেনস্থা নিয়ে সরব হয়েছেন বহু শিল্পী ও কলাকুশলীরা। যার মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি কখনও মুখোমুখি হয়েছেন ধরণের হেনস্থার? বাংলা ডট আজতক ডট ইন-র কাছে টলিউড অভিনেত্রী বলেন, "সবাই এই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে কম- বেশি। তবে শুধু এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলে না, সব ক্ষেত্রেই এই ধরণের ঘটনাগুলো ঘটে। আমাদের ইন্ডাস্ট্রির উপর মানুষের নজর বেশি, লাইমলাইট বেশি এই জন্যে হয়তো এগুলো নিয়ে অনেক বেশি কথা শোনা যায়। তবে হচ্ছে সর্বত্রই।" 

আরও পড়ুন

Advertisement

তিনি আরও যোগ করেন, "উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স প্লাস আমরা গঠন করেছি। আমি তাঁর একজন অন্যতম প্রতিষ্ঠাতা- সদস্য। আরজি করের ঘটনার পরে একটা পরিবর্তন নিশ্চয় হয়েছে যে, মেয়েদের সাহস বেড়েছে, মেয়েরা অনেক বেশি সোচ্চার হচ্ছে। এই ফোরাম থেকে সেটাই আমাদের চেষ্টা যে, শুধু শারীরিক নয়, মানসিক, মৌখিক বা যে কোনও ধরণের হেনস্থার শিকার হন এবং সে যদি চায় কোনও রকম সাহায্য, তাহলে আমরা তাকে সমস্ত রকম সাপোর্ট দেবো। আইন, স্বাস্থ্য বা মানসিক যে কোনও ধরণের সাপোর্ট আমরা দেবো। এটা এখনও গঠন করার চেষ্টায় আমরা আছি। পুরো দমে কাজ চলছে।" ও

স্বস্তিকা আরও বলেন, "আগে এই সাহসটাই অনেকের কাছে ছিল না। কিংবা অনেকে ভাবতেন কিছু বলতে চাইলে আমায় একা লড়তে হবে। সেখানে আমরা এখন একশো জন সঙ্গে লড়বো। এই একটা পরিবর্তন নিশ্চয় হয়েছে।" 
                       
প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইল স্টেটমেন্টের জন্যে লাইমলাইটে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে বারবার দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেত্রী । ছোট পর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম- টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন স্বস্তিকা। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন চর্চার শীর্ষে। পুজো য় আসছে স্বস্তিকার নতুন ছবি 'টেক্কা'। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র।   

 

Advertisement