scorecardresearch
 

tollywood film: খুব শীঘ্রই নন্দনে ফিল্ম কার্নিভ্যাল শুরু, দেখানো হবে চারটে শর্ট ফিল্ম

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন এই প্রথম আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। টলিশর্টস ফিল্ম কার্নিভ্যাল নামের এই ইভেন্টে দেখানো হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু জনপ্রিয় পরিচালকের স্বল্প দৈর্ঘ্যের ছবি

Advertisement
টলি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল টলি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
হাইলাইটস
  • ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন এই প্রথম আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
  • টলিশর্টস ফিল্ম কার্নিভ্যাল নামের এই ইভেন্টে দেখানো হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু জনপ্রিয় পরিচালকের স্বল্প দৈর্ঘ্যের ছবি
  • প্রসঙ্গত, টলিউডের মেইন স্ট্রীম সিনেমার মাঝে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে এই স্বল্প দৈঘ্যের ছবিগুলি

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন এই প্রথম আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। টলিশর্টস ফিল্ম কার্নিভ্যাল নামের এই ইভেন্টে দেখানো হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু জনপ্রিয় পরিচালকের স্বল্প দৈর্ঘ্যের ছবি। স্বাভাবিকভাবে এই কার্নিভ্যাল নিয়ে আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে সিনেমা প্রেমীদের মনে। 

চারটে স্বল্প দৈর্ঘ্যের ছবি
একদিন ব্যাপী এই কার্নিভ্যালে দেখানো হবে পরিচালক বাবিন দাসের ইছামতী, শুভজিৎ করের ক্যাফে কলকাতা, শিলাদিত্য মৌলিকের আনহ্যাপি এন্ডিং ও কুমার চৌধুরীর এভরি ড্রপ কাউন্ট। প্রসঙ্গত, খুব শীঘ্রই শিলাদিত্য মৌলিক পরিচালিত মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সিনেমা মুক্তি পাবে। যেখানে অভিনয় করবেন নুসরত জাহান। 

আরও পড়ুন: বহু বছর পর ফিরলেন বাংলা সিনেমায়, রাজা চন্দের ছবিতে জুটি বাঁধবেন প্রসেনজিৎ-পূজা

স্বল্প দৈঘ্যের ছবিকে বাঁচিয়ে রাখার প্রয়াস
প্রসঙ্গত, টলিউডের মেইন স্ট্রীম সিনেমার মাঝে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে এই স্বল্প দৈঘ্যের ছবিগুলি। অথচ এই স্বল্প দৈঘ্যের ছবিগুলি আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়ে থাকে। মনে করা হচ্ছে এই কার্নিভ্যালেও এই সিনেমাগুলির মাধ্যমে দর্শক ভালো গুণের ছবি দেখার সুযোগ পাবেন এবং এই শর্টফিল্মগুলিকে এভাবে বিভিন্ন ফেস্টিভ্যাল-কার্নিভ্যালের মাধ্যমে বাঁচিয়ে রাখার প্রয়াস এটা। 

আরও পড়ুন: টলিউডের 'বিতর্কিত' অভিনেত্রী শ্রাবন্তী, তাঁর ছেলে এখন কী করছেন ?

শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তিন বছরে পা দিল
এখানে উল্লেখ্য, কলকাতাতে প্রত্যেক বছর শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে। এ বছর আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তিন বছরে পা দিল। ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলে এই ছোট ছবির উৎসব। প্রায় ২০টি দেশ থেকে ১৫০টি ছবির আবেদন জমা পড়েছিল। প্রায় ৮০টি ছবি অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়। শেষদিন রোটারি সদনে বেশ কয়েকটি ছবি দেখানো হয়। সমাপ্তি অনুষ্ঠানে অর্ণব রিংগো বন্দ্যোপাধ্যায়ের 'মিরর মিরর' ছবিটি দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ বছর সেরা ছোট ছবির পুরস্কার পায় নরওয়ের 'জ্যাকব অ্যান্ড কুইসলিঙ্ক'। সেরা অভিনেতা দিব্যা দত্ত 'জুনি' ছবির জন্য মনোনীত হন। এই ছবিরই পরিচালকদ্বয় মহেশ ম্যাথু এবং জ্যোতি বাজাজ সেরা পরিচালকের পুরস্কার পান। ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী বলেন, ‘প্রচুর ভাল ভাল ছবি এবছর আমরা পেয়েছি। কিন্তু সবাইকে তো আর পুরস্কার দেওয়া যায় না, এটা আমাদের হাতে নেই। কিন্তু গোটা পৃথিবী থেকে যেভাবে আমরা সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত।'

Advertisement

কবে থেকে শুরু ফিল্ম কার্নিভ্যাল 
টলিশর্টস ফিল্ম কার্নিভ্যাল এটি ১১ জানুয়ারি নন্দন ৩-তে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই কার্নিভ্যাল নিয়ে টলি তারকাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছেন। প্রত্যেকেই এই শর্ট ফিল্ম কার্নিভ্যালের অপেক্ষা করে রয়েছেন। 

  

Advertisement