Rohaan Bhattacharya: যাতায়াত বেড়েছে মুম্বইয়ে, যশের পর কি এবার এই অভিনেতাকে দেখা যাবে বলিউডে

অভিনেতার আচমকাই মুম্বইতে যাতায়াত বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই রোহন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে ‘যশ রাজ’স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এরপরই রোহন ও বলিউড যোগ নিয়ে জল্পনা ক্রমেই মাথাচাড়া দিয়ে ওঠে।

Advertisement
যাতায়াত বেড়েছে মুম্বইয়ে, যশের পর কি এবার এই অভিনেতাকে দেখা যাবে বলিউডেমুম্বইয়ের পথে রোহন ভট্টাচার্য ছব সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • কখনও গোবিন্দ আবার কখনও বা অপুর স্বামী দীপু আবার কখনও বা ভাসান বাপি হয়ে রোহন বাঙালী দর্শকদের ড্রইংরুমে পৌঁছে গিয়েছেন।
  • তবে শোনা যাচ্ছে টলিউডের পর এবার নাকি বলিউডেও পাড়ি দিচ্ছেন অভিনেতা।
  • অভিনেতার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পরপর পোস্ট এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বর্তমানে মুম্বইতেই রয়েছেন অভিনেতা।

টেলিভিশন জগতের খুবই পরিচিত একটি নাম রোহন ভট্টাচার্য। দর্শকদের খুবই কাছের অভিনেতা তিনি। তাঁর অভিনয়ের ভক্ত সকলে। কখনও গোবিন্দ আবার কখনও বা অপুর স্বামী দীপু আবার কখনও বা ভাসান বাপি হয়ে রোহন বাঙালী দর্শকদের ড্রইংরুমে পৌঁছে গিয়েছেন। সম্প্রতি হইচইতে হস্টেল ডেজ সিরিজে অভিনয়ও করেছেন তিনি। অর্থাৎ রোহনের ওয়েব সিরিজেও হাতেখড়ি হয়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে টলিউডের পর এবার নাকি বলিউডেও পাড়ি দিচ্ছেন অভিনেতা। 

রোহন এখন মুম্বইতে
অভিনেতার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পরপর পোস্ট এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বর্তমানে মুম্বইতেই রয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে কোনও এক বলিউডের সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যেতে পারে রোহন ভট্টাচার্যকে।   

আরও পড়ুন: Jaatishawr: এবার জুটিতে মধুমিতা- রোহন, শুরু হল 'জাতিস্মর'-র শ্যুটিং

বলিউডে পা রাখছেন রোহন ভট্টাচার্য
অভিনেতার আচমকাই মুম্বইতে যাতায়াত বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই রোহন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে ‘যশ রাজ’স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এরপরই রোহন ও বলিউড যোগ নিয়ে জল্পনা ক্রমেই মাথাচাড়া দিয়ে ওঠে। এক সংবাদমাধ্যমকে দেওয় সাক্ষাৎকারে রোহন জানিয়েছেন যে একটি হিন্দি ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি, সেই প্রস্তাব পেয়েই তাঁর মুম্বইতে যাতায়াত বেড়ে গিয়েছে। তিনি এও জানিয়েছেন যে মার্চেই সেই ছবির শুটিং শুরু হবে। তবে রোহন যশরাজ-এর ব্যানারে কাজ করছেন কিনা সে প্রসঙ্গে খোলসা করে কিছু জানাননি। 

বাঘা যতীন সিনেমায় কাজ করবেন অভিনেতা
রোহন জানিয়েছেন এর থেকে বেশি কিছু বলার অনুমতি তাঁর নেই। তবে এটা সঠিক খবর যে টলিউডের পর বলিউড সিনেমায় এবার রোহনকে দেখা যাবে। দেব অভিনীত বাঘা যতীন সিনেমাতেও অভিনেতাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রসঙ্গত, বেশ কয়েকটি ছবিতে নায়ক হিসেবে কাজ করলেও গোবিন্দই জনপ্রিয়তা এনে দিয়েছে রোহনকে। এরপর বেশ কিছু সিরিয়ালে অভিনেতাকে দেখা গিয়েছে। তবে তিনি আবার জনপ্রিয়তা পান অপরাজিত অপুতে অপুর স্বামী দীপু হিসাবে। টেলিভিশনের পরিচিত মুখ সৃজলা গুহর সঙ্গে রোহনের প্রেম থাকলেও এখন অবশ্য সেই সম্পর্ক অতীত।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement