scorecardresearch
 

Rukmini Maitra Educational Qualification: দেব ডিপ্লোমা করেছেন, বান্ধবী- রুক্মিণীর শিক্ষা কতদূর, জানেন?

Tollywood Gossips: টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা।

Advertisement
রুক্মিণী মৈত্র (ছবি: ফেসবুক) রুক্মিণী মৈত্র (ছবি: ফেসবুক)

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের (Tollywood Actresses) জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা। অনেকেরই অজানা বহু টলি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। 

সংবাদের শিরোনামে থাকেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কখনও ব্যক্তিগত তো, কখনও কর্মজীবন, বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় করা নায়িকার যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। টলিউড সুপারস্টার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের বান্ধবীকে ঘিরে দর্শকদের কৌতূহল অত্যন্ত বেশি। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। দেব পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। জানেন  রুক্মিণীর পড়শোনা কতদূর? নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ পড়েছেন রুক্মিণী। 

একের পর এক চ্যালেঞ্জ নিয়ে নিত্য নতুন চরিত্রে সকলের সামনে আসছেন দেব। কিছুটা সেই পথেই হাঁটছেন তাঁর গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র। সত্যবতীর পরে বিনোদিনীর চরিত্রে তিনি ধরা দেবেন খুব শীঘ্রই। এদিকে ইতিমধ্যেই নায়িকা সকলের মনে জায়গা করে নিয়েছেন 'বুমেরাং'-এ নিশা কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত 'টেক্কা'-তে মায়া চরিত্রে।  

প্রসঙ্গত, টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা- সাংসদ দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে সময় কাটানো খুব কম সুযোগ হয়। টাইট শিডিউল থেকেই কিছুটা সময় বের করে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, প্রায়ই ভ্যাকেশনে যান তাঁরা। জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত  'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ', 'টেক্কা'-র মতো ছবিগুলি বক্স অফিসে যথেষ্ট হিট।  

Advertisement

 

Advertisement