Tollywood House Party: ফুলকো লুচি ভাজছেন সোহিনী- গান ধরেছেন শোভন! জমাটি আড্ডায় প্রান্তিক- অঙ্কিতারা

Tollywood: তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে। শীতের নরম পরশ গায়ে মেখে এরমকই এক সান্ধ্য আড্ডাতে মাতলেন চার টলি তারকা। এই আড্ডা বসেছিল সম্ভবত টলি দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের বাড়িতে। 

Advertisement
ফুলকো লুচি ভাজছেন সোহিনী- গান ধরেছেন শোভন! জমাটি আড্ডায় প্রান্তিক- অঙ্কিতারা টলি সেলেবদের ঘরোয়া আড্ড (ছবি:ইনস্টাগ্রাম)

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। সাধারণত বেশিরভাগ সময়ে হাউজ পার্টি- আড্ডাতে মেতে উঠতে দেখা যায় টলিপাড়ার অনেককে। তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে। শীতের নরম পরশ গায়ে মেখে এরমকই এক সান্ধ্য আড্ডাতে মাতলেন চার টলি তারকা। এই আড্ডা বসেছিল সম্ভবত টলি দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের বাড়িতে। 

প্রায়ই তারকা দম্পতির বাড়িতে বসে জমাট আড্ডার আসর। গান- আড্ডা- খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট সন্ধ্যে। আরও এক তারকা জুটি প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর সামিল হয়েছে আড্ডায়। একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লেখা, "প্রিয় বন্ধু, শীতকাল, গরম লুচি, বেগম আখতার এবং পুষ্পা...।" 

 

 

কোনও ছবিতে তাঁরা খাওয়াদাওয়া করছেন, তো কোনওটাতে খুন্তি হাতে ধরেছেন সোহিনী। একেবারে ফুলকো লুচি ভাজছেন টলিউডের সত্যবতী। লুচির সঙ্গে রয়েছে আলুর তরকারি। সব মিলিয়ে দারুণ আয়োজন। একসঙ্গে ফটো সেশনেও মেতেছেন চার তারকা। কমেন্ট বক্সে অনুগামীরাও ভরিয়েছেন প্রশংসায়।             

প্রসঙ্গত, বিভিন্ন সাক্ষাৎকার থেকে শো, টলি সেলেবদের মুখে শোনা যায় ইন্ডাস্ট্রির একতার কথা। যদিও তারকাদের মধ্যেই অনেকের গলায় আবার অন্য সুর শোনা যায়। বাকিদের কটাক্ষ করে তাঁরা বলেন, 'এসব লোক দেখানো, কোনও একতাই নেই ইন্ডাস্ট্রিতে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলা ছবির।' যদিও বাস্তবে কতটা একতা, কতটা বন্ধুত্ব তা একমাত্র বলতে পারবেন তাঁরা নিজেরাই। 
 

POST A COMMENT
Advertisement