Tollywood Party: ঋতাভরীর বাড়ির জমজমাট পার্টিতে হাজির টলিপাড়া! আলাপ করালেন নতুন প্রেমিকের সঙ্গে

Ritabhari Chakraborty's Home Party: প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। তার মধ্যে এখন চলছে ডিসেম্বর। অর্থাৎ একেবারে পার্টি- পিকনিকের সিজন।

Advertisement
ঋতাভরীর বাড়ির জমজমাট পার্টিতে হাজির টলিপাড়া! আলাপ করালেন নতুন প্রেমিকের সঙ্গে

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। তার মধ্যে এখন চলছে ডিসেম্বর। অর্থাৎ একেবারে পার্টি- পিকনিকের সিজন। এরই মাঝে বড়দিনে জমজমাট পার্টি হল ঋতাভরী চক্রবর্তীর বাড়িতে। যেখানে সামিল হলেন টলিপাড়ার তারকারা। এদিন শুধুই যে সাধারণ পার্টি ছিল তা নয়। দুটি কারণে খুব স্পেশাল পার্টি। প্রথমত, এটাই ছিল নায়িকার হাউজ ওয়ারমিং পার্টি। দ্বিতীয়ত, প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করালেন তিনি।  

নিজের নতুন বাড়িতে ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন, আদিত্য সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহম মজুমদার সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন তাঁর মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা, জামাইবাবু সম্বিত এবং প্রেমিক সুমিত অরোরা। নায়িকা এদিন পরেছিলেন কালো রঙা শর্ট ড্রেসে। এদিনের নানা লেন্সবন্দি মুহূর্ত ঋতাভরী শেয়ার করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে। 

 

 

তারকাদের জীবন নিয়ে কৌতূহল থাকে বেশিরভাগ মানুষের। গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা রকম গসিপ সব সময় আলোচনায় থাকে।  সেরকমই  বেশ কিছু মাস ধরেই আলোচনায় ঋতাভরী চক্রবর্তী। যদিও কিছুদিন আগেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন টলি অভিনেত্রী। দীপাবলির সময় অবশেষে মনের মানুষকে সামনে আনেন। সোশ্যাল পেজে নিজেই আলাপ করিয়ে দেন সকলের সঙ্গে। 

মনোবিদের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বইয়ের খ্যাতনামী লেখকের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর মনের মানুষের নাম সুমিত অরোরা। বলিউডের পরিচিত নাম তিনি। 'জওয়ান','স্ত্রী','চন্দু চ্যাম্পিয়ান'-র মতো বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত 'দাহাদ' ও মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজেরও সংলাপ তিনিই লিখেছেন। একটু খেয়াল করলে দেখা যায়, ২০২৩ সাল থেকে সুমিতের প্রায় সব ছবিতেই মন্তব্য করেন অভিনেত্রী। সেখানে কখনও তাঁকে 'বেবি' বলে সম্বোধন করেছেন, আবার কখনও লিখেছেন, 'তুমি আমার হিরো'।
    
প্রসঙ্গত, এর আগে ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। তথাগত পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। লকডাউনের সময়েই প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। সংবাদমাধ্যমকে সেসময় অভিনেত্রী বলেছিলেন যে তাঁরা একসঙ্গে ফ্ল্যাট কিনে, সহবাস করছেন এবং শীঘ্রই বিয়ে পরিকল্পনা। এরপর শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করবেন ঋতাভরী- তথাগত। তবে সেসময় বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা। এরপর বারবার বিয়ের জল্পনা ছড়ালেও সম্পর্ক ভেঙে যায় তাঁদের। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement