scorecardresearch
 

'জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবি!' আসছেন 'বাঘাযতীন' দেব

দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের সকালে জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবি, সবচেয়ে অ্যাম্বিশাস চরিত্র ঘোষণা করলেন টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev). এবার স্বনামধন্য বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাঁকে আমরা সকলে বাঘাযতীন (BAGHAJATIN) বলে চিনি, তার জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি করছেন দেব। যাতে মুখ্য ভূমিকায় থাকবেন নিজেই।

Advertisement
দেব দেব

দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের সকালে জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবি, সবচেয়ে অ্যাম্বিশাস চরিত্র ঘোষণা করলেন টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev). এবার স্বনামধন্য বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাঁকে আমরা সকলে বাঘাযতীন (BAGHAJATIN) বলে চিনি, তার জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি করছেন দেব। যাতে মুখ্য ভূমিকায় থাকবেন নিজেই।

আজ ১৫ অগাস্ট সোমবার ঠিক সকাল ১১টায় ছবির ঘোষণা করা হল একটি অনন্য ভঙ্গিতে। সাধারণ যা হয়, তাতে সাংবাদিক সম্মেলন করে বা নিদেনপক্ষে সাক্ষাৎকারে পরবর্তী প্রোজেক্টের কথা ঘোষণা করেন ছবির পরিচালক-প্রযোজক বা মুখ্য অভিনেতারা। এ ক্ষেত্রে দেখা গেল একেবারে অদেখা বা নেহাতই কম দেখা একটি বিষয়। ইউটিউবে একটি বিশেষ টিজার ভিডিও তৈরি করে ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা এবং প্রযোজক দেব।

পিরিয়ড ড্রামায় দেব কতটা পারদর্শী তা তিনি এর আগে চাঁদের পাহাড় (Chander Pahar), অ্যামাজন অভিযান (Amazon Obhijaan) বা গোলন্দাজে (Golondaaj) ভালোই দেখিয়েছেন। শঙ্কর হোক বা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, নিজের করে নিয়েছিলেন সেই সমস্ত চরিত্রকে। তার প্রতিফলন ঘটেছিল বক্স অফিস থেকে পুরস্কারের মঞ্চ পর্যন্ত। আর প্রযোজক দেবকে নিয়ে টলিউড উচ্ছ্বসিত। তাঁকে ঢালাও দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। হবু-গবুতে অভিনয় করার সময় তিনি খুব কাছ থেকে দেবকে দেখেছিলেন। সেই অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলেন আজতক বাংলার সঙ্গে।

 

এ বার ফের একটি পিরিয়ড ড্রামা তৈরি করছেন দেব। আর এ বার পরিচালনার দায়িত্বে থাকছেন অরুণ রায় (Arun Roy) যিনি পিরিয়ড ড্রামায় বেশ সিদ্ধহস্ত। এর আগে এগারো, হীরালাল এবং ৮/১২ বিনয় বাদল দীনেশ-এর মতো ছবি উপহার দিয়েছেন। ফলে দেব তাঁর জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবির ক্ষেত্রে যে কোনও রকম খামতি রাখবেন না তা এক প্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। ঘোষণার পর থেকে দর্শকদের অপেক্ষা, কবে ছবির প্রথম ঝলকের দেখা মিলবে।

Advertisement

 

Advertisement