২০২৫-র টলিউডের বক্স অফিস রিপোর্ট ২০২৫ শেষ হতে চলল। চারিদিকে নতুন বছরের প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরই ভাল -খারাপ মেশানো মিশ্র অনুভূতি দেয় সকলকে। চলতি বছর একটু বাড়তি স্পেশাল কিছু তারকার জন্য। ভাল -মন্দ মিলেমিশে কেটেছে টলিপাড়ার। একদিকে যেমন বিপুল লক্ষ্মীলাভ করে ছক্কা হাঁকিয়েছে অনেক ছবি।
অন্যদিকে, কিছু ছবি আবার মুখ থুবড়ে পড়েছে। জানুন, স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে বক্স অফিসের নিরিখে সেরার সেরার ছবি কোনগুলি।
টলিউডে কারা এগিয়ে?
ছবি: ধূমকেতু
* প্রযোজনা সংস্থা: রানা সরকার ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স
* পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায়
* অভিনয়ে: দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৯.৭৪ কোটি
* ভারতে নেট কালেকশন- ৮.৬৯ কোটি
আরও পড়ুন: কলকাতায় এ আর রহমানের জানুয়ারি কনসার্ট হঠাত্ বাতিল, টিকিটও ফেরত দিচ্ছে, পরে হবে?
ছবি: রঘু ডাকাত
* প্রযোজনা সংস্থা: এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
* পরিচালক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
* অভিনয়ে: দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৯.৩৪ কোটি
* ভারতে নেট কালেকশন- ৮.০৪ কোটি
ছবি: দ্য একেন: বেনারসে বিভীষিকা
* প্রযোজনা সংস্থা: এসভিএফ
* পরিচালক: জয়দীপ মুখোপাধ্যায়
* অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৮.৩৯ কোটি
* ভারতে নেট কালেকশন- ৭.৪৫ কোটি
ছবি: রক্তবীজ ২
* প্রযোজনা সংস্থা: উইনডোজ
* পরিচালক: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
* অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৪.৮৪ কোটি
* ভারতে নেট কালেকশন- ৪.১৭ কোটি
আরও পড়ুন: এই কারণে 'কোয়েল' নামেই পরিচিতি পান তিনি! ঠিক কী ঘটেছিল?
ছবি: প্রজাপতি ২
* প্রযোজনা সংস্থা: বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স
* পরিচালক: অভিজিৎ সেন
* অভিনয়ে: মিঠুন চক্রবর্তী , দেব, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, ইধিকা পাল
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ২.৭৩ কোটি
* ভারতে নেট কালেকশন- ২.৪৪ কোটি