ফের করোনার হানা টলিপাড়ায়। আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। এই মুহূর্তে সেল্ফ আইসোলেশনে রয়েছেন তিনি। তবে আপাতত তিনি স্থিতিশীল। ডাক্তারের পরামর্শ মেনেই চলছেন সত্তোরোর্ধ অভিনেত্রী।
গত শনিবার সকালে জ্বর আসে লিলি চক্রবর্তীর। তাপমাত্রা প্রায় ১০১ ডিগ্রী উঠে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় সেই মুহূর্তে। এরপর তাঁর কোভিড টেস্ট করার পর রিপোর্ট পজেটিভ আসে। যদিও শোনা যাচ্ছে তাঁর শরীরে করোনার উপসর্গ খুবই কম এবং অবস্থাও স্থিতিশীল। তবে পরিবারের তরফ থেকে একটি বেসরকারি হাসপাতালে কথা বলে রাখা হয়েছে। শরীরিক অবস্থার কোনও অবনতি হলে সেই মুহূর্তে তাঁকে স্থানান্তর করা হবে হাসপাতালে।
আরও পড়ুন: অমলিন অপু! জন্মবার্ষিকীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ
শোনা যাচ্ছে প্রবীণ অভিনেত্রী 'বৃদ্ধাশ্রম ২' ধারাবাহিকের কাজে ব্যস্ত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে তাঁর শরীরে। তবে স্থিতিশীল থাকলেও তাঁর বয়সই দুশ্চিন্তায় ফেলছে সকলকে।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও আনলক পর্বে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কাজ শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু টলিপাড়ার একের পর এক কোভিড আক্রান্তের খবর মিলছে। গত ১৫ নভেম্বর বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত। তাঁর মৃত্যু শেষ পর্যন্ত অন্য শারীরিক কারণে হলেও, প্রাথমিকভাবে অক্টোবরের শুরুতে কোভিডে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এছাড়াও নীল ভট্টাচার্য, বিভান ঘোষ, দেবজানি চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্যও আক্রান্ত হয়েছিলেন। সপরিবারে আক্রান্ত হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায়ও। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছেন সৌমিত্র কন্যা পৌলমী বসুও। তবে আক্রান্ত হওয়ার কিছুদিন পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন।