ফের করোনায় আক্রান্ত (Covid-19 Positive) প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। এই নিয়ে তৃতীয়বার কোভিডের কবলে পড়লেন তিনি। এবার করোনা ভাইরাসের সঙ্গে দোসর ডেঙ্গু (Dengue)। গত ১৩ ফেব্রুয়ারি জানা যায় কোভিড পজিটিভ তিনি। বারিতেই আইসোলেশনে ছিলেন। দুর্বলতা ছাড়া বিশেষ কোনও জটিলতা ছিল না। শুক্রবার জানা যায়, ফের তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
গত কয়েক বছর ধরে মুসৌরিতে থাকছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ডব্লিউবিএফজেএ (WBFJA) আয়োজিত 'সিনেমার সমাবর্তন' (Cinemar Samabartan)-এ কিংবদন্তী সত্যজিৎ রায়ের নামাঙ্কিত 'জীবনকৃতি সম্মান' দেওয়া হয় তাঁকে। সেজন্যেই কলকাতার বাড়িতে এসছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের দিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর, ফলস্বরূপ অ্যাওয়ার্ড শো-তে হাজির থাকতে পারেননি তিনি।
আরও পড়ুন: ফের বড় পর্দায় ব্যোমকেশ! সত্যান্বেষীর রহস্য উন্মোচনে এবার আরও বড় চমক
এরপর ডব্লিউবিএফজেএ-র তরফ থেকে তাঁর হাতে সম্মান তুলে দেওয়ার জন্য, ২৮ ফেব্রুয়ারির দিনটি ধার্য করা হয় রোটারি সদনে। তবে শুক্রবার জানা যায়, সেই অনুষ্ঠানও বাতিল করা হচ্ছে, প্রবীণ অভিনেতার অসুস্থতার জন্য।
এদিন ডব্লিউবিএফজেএ-র সম্পাদক নির্মল ধর একটি বিবৃতি দিয়ে জানান, "অত্যন্ত দুঃখের সঙ্গে ও ভগ্ন হৃদয়ে জানাতে হচ্ছে যে আমাদের প্রিয় অভিনেতা শিল্পী শ্রী ভিক্টর বন্দ্যোপাধ্যায় পুনরায় কোভিড ১৯-এ আক্রান্ত, সঙ্গে ডেঙ্গু ও! কারও শারীরিক অসুস্থতা আমাদের কাম্য নয়, এবং তা থেকে সুস্থতার উপায়ও আমাদের সাধ্যাতীত। এমতাবস্থায়, ২৮ ফেব্রুয়ারির 'সম্মাননা অনুষ্ঠান' বাতিল করতে হচ্ছে..."
আরও পড়ুন: নতুন 'মিঠাই' দেবত্তমা! সৌমিতৃষা সরছেন ধারাবাহিক থেকে?
শোনা যাচ্ছে, বুধবার রাত থেকে অসুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ১০৩ জ্বর ওঠার পর, রক্ত পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্টে ফের কোভিড পজিটিভ এবং ডেঙ্গু ধরা পড়েছে। তবে আপাতত স্থিতিশীল তিনি এবং বাড়িতেই চিকিৎসা হচ্ছে তাঁর।