নানা জট কেটে অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই খবরটি চাউর হওয়ার পর থেকেই দেব-শুভশ্রীর অনুগামীদের উৎসাহ- উত্তেজনা তুঙ্গে। 'ধূমকেতু'-র নানা ছবি, ভিডিও ঘুরছে নেটমাধ্যমে। সেই সঙ্গে নানা গুজব, প্রশ্নও ঘুরছে। ছবির আগে প্রচারের জন্য কি তাহলে একসঙ্গে দেখা যাবে জুটিকে? এই প্রশ্ন সকলের মাথায় ঘুরছিল। বিভিন্ন সাক্ষাৎকারেও প্রশ্নের উত্তর দেননি দুই অভিনেতার কেউই। উল্টে কৌতূহল জিইয়ে রেখেছিলেন মুছকি হাসি হেসে।