Advertisement

Ankush Hazra: এই বছরই বিয়ে ANKUSH OINDRILA-র

টলিউডের অন্যতম আদর্শ জুটি তাঁরা। খুনসুটিতেই লুকিয়ে তাঁদের ভালোবাসা। আর পাঁচটা কাপলের চেয়ে বরাবরই হটকে ANKUSH OINDRILA।  ঝগড়াতেই লুকিয়ে তাঁদের প্রেম। এক দশকেরও বেশি সময় ধরে চলছে তাঁদের সম্পর্ক। গত কয়েক বছরে বহুবার এই জুটির বিয়ের গুঞ্জন উঠে এসেছে। তবে বিয়েটা হচ্ছে হচ্ছে করেও শেষমেশ আর হয়ে ওঠেনি। টালিগঞ্জের অন্যতম বহু প্রতীক্ষিত বিয়ে এটি। ভালোবেসে এক যুগ কাটিয়ে দিয়েছেন অভিনেতা  ANKUSH OINDRILA। বাস্তবে এখনও ছাতনাতলা পর্যন্ত পোঁছতে পারেনি এই জুটি। তবে এখন তাঁরা বেজায় ব্যস্ত ‘লাভ ম্যারেজ’ নিয়ে। ছবির প্রচারেই একের পর এক মজার মজার ভিডিও শেয়ার করছেন ANKUSH OINDRILA। 

Ankush Hazra and Oindrila Sen wedding update

Advertisement