Advertisement

Debaloy Bhattacharya Exclusive: 'কাজের কোয়ালিটি কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে...', ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় দেবালয়

নতুন সিরিজ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। রহস্যে মোড়া 'বোকা বাক্সতে বন্দি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। সন্ধ্যামণি ও অপলা এই দুই চরিত্রে এখানে রয়েছেন তিনি। বাস্তবের অভিনেত্রী, এই ওয়েব সিরিজেও রয়েছেন একজন অভিনেত্রী রূপে। শোলাঙ্কির অনস্ক্রিন স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন নীল ভট্টাচার্য। অন্যদিকে, তাঁর বাস্তব জীবনে স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। ২১ জুন থেকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে নতুন এই সিরিজ। 'বোকা বাক্সতে বন্দি', নতুন কাজ থাকে ইন্ডাস্ট্রির সিক্রেট নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে আড্ডা দিলেন দেবালয়।

Advertisement
POST A COMMENT