Advertisement

Dev: 'যেটা ভুল...,' রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে যা বললেন দেব, EXCLUSIVE VIDEO

বড়দিনে আসছে দেবের নতুন ছবি 'প্রধান'। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় হাতেখড়ি হচ্ছে টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। অভিজিৎ সেন পরিচালিত ও অতনু রায়চৌধুরী প্রযোজিত এই নতুন ছবি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ছবিতে পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে দেখা যাবে দেবকে। ধর্মপুর গ্রামের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে দীপক প্রধান। এদিকে বাস্তবে, বর্তমানে পশ্চিমবঙ্গে নানা দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। অভিনেতা, প্রযোজকের পাশাপাশি দেব, তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজ্যের দুর্নীতি নিয়ে তিনি কী মনে করেন? bangla.aajtak.in-এর আড্ডার মাঝে সোজাসাপ্টা দেব।

TAGS:
Advertisement
POST A COMMENT